বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশের কক্সবাজারের লাবনী পয়েন্ট আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যপী বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৬। মূলত স্পোর্টস ট্যুরিজম বা ক্রীড়া ভিত্তিক পর্যটন শিল্প তৈরির মাধ্যমে কক্সবাজারে আরো বেশি সংখ্যক পর্যটক আকর্ষণ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক ও বিচ ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক রাশেদ হোসেন নান্নু বলছেন, খেলার সময় এবং খেলোয়াড়ের
সংখ্যার বিচারে সাধারণ ফুটবলের থেকে বিচ ফুটবল কিছুটা আলাদা।
এতে প্রতিদলে মূল মাঠে খেলেন পাঁচজন খেলোয়াড় আর পাঁচজন থাকেন রিজার্ভ বেঞ্চে। আর সেই সঙ্গে খেলার সময় থাকে কুড়ি মিনিট করে।
মি. নান্নু বলেছেন, বালিতে খেলতে হয় বলে এই খেলায় পরিশ্রম হয় অনেক বেশি, সেকারণে খেলার সময় কম রাখা হয়।
গত কয়েক বছর ধরেই কক্সবাজারে বিচ ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেসরকারি একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় জেলার ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে।
মি. নান্নু বলছেন, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার বাড়ানো এবং নতুন খেলোয়াড় তৈরি করাও এই টুর্নামেন্টের আরেকটি উদ্দেশ্য। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির কাজ টি করা হয়ে থাকে।
গেল মৌসুমে কক্সবাজার থেকে জাতীয় দলে দুইজন খেলোয়াড় ডাক পেয়েছেন।
বাংলা৭১নিউজ/বিবিসি