শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা

আসামে মুসলিম ‘অনুপ্রবেশকারীদের’ বাংলাদেশে পাঠানোর দাবি তোগাড়িয়ার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ১৩৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া।

বাংলা৭১নিউজ ডেস্ক: কথিত মুসলিম অনুপ্রবেশকারীদের আসামে থেকে বাংলাদেশে পাঠানোর দাবি জানালেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া। গতকাল (বুধবার) গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি জানান।

তোগাড়িয়া বলেন, ‘বিজেপি সরকার জাতি-মাটি-ভিটা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রাজ্যের বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আসামকে বৃহত্তর বাংলাদেশের অংশ বানানোর পথ খুলে দেয়া হচ্ছে। কিন্তু আসামের মানুষ কোনোভাবেই বৃহত্তর বাংলাদেশে পরিণত হতে দেবেন না। আসামের মানুষ ও আমি যতক্ষণ আছি, ততক্ষণ অসমকে বৃহত্তর বাংলাদেশে পরিণত হতে দেবো না।’

তোগাড়িয়া বলেন, ‘নাগরিক পঞ্জি নবায়ন করে আসামে থাকা পঞ্চাশ লাখ বাংলাদেশিকে বহিষ্কার করতে হবে। চিহ্নিত হওয়া বাংলাদেশিকে কোনোভাবেই ওয়ার্ক পারমিট দেয়া চলবে না। বাংলাদেশিদের বহিষ্কারে বাংলাদেশ সরকার সহযোগিতা না করলে ভারতীয় সেনাকে বাংলাদেশের একটি অঞ্চল দখল করে নিতে হবে। বাংলাদেশের ভেতরের ওই অঞ্চলে কলোনি করে বাংলাদেশিদের পাঠিয়ে দিতে হবে।’

আহমদ আলী বড়ভুঁইয়া

আসামে বাংলাদেশিদের কথিত অনুপ্রবেশ নিয়ে তোগাড়িয়ার দাবি প্রসঙ্গে অসমের ‘এসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস’ (এপিসিআর)-এর রাজ্য কমিটির সদস্য আহমদ আলী বড়ভুঁইয়া আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন, ‘মুসলিম অনুপ্রবেশ সম্পর্কে তোগাড়িয়ার মন্তব্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত,  ষড়যন্ত্রমূলক ও উসকানিমূলক। মুসলিমরা এখানে আসেনি। দেশভাগ হওয়ার সময় বরং প্রচুর সংখ্যক মুসলিম এখান থেকে চলে গেছে। বাংলাদেশ হওয়ার পরেও সেখান থেকে কোনো মুসলিম এখানে আসেনি। এর হাজারো উদাহরণ আছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন সভা সমিতিতেও আমরা বলেছি, আসামের বরাক উপত্যাকার করিমগঞ্জ শহরের প্রচুর এলাকা যেখানে মুসলিম এলাকা ছিল, সেখানে মসজিদ আছে কিন্তু আজ কোনো মুসলিম সেখানে নেই। এরা সবাই দেশভাগের সময় চলে গেছে। এরকমভাবে বরাক উপত্যকার প্রচুর মানুষ চলে গেছে কিন্তু এখানে আসেনি। সুতরাং ওনার ওই দাবি বা বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। বরং বিপরীত ঘটনায় এখানে প্রচুরসংখ্যক অমুসলিমরা এসেছেন। তারা ১৯৭১ সালের আগেও এসেছেন, ১৯৭১ সালের পরেও এসেছেন। সুতরাং ওনার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।’

বাংলাদেশ থেকে আসামে যেসব অমুসলিম নাগরিক এসেছে কেন্দ্রীয় ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করানোর চেষ্টা করছে বলেও আহমদ আলী বড়ভুঁইয়া জানান।

বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে/এস এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com