বাংলা৭১নিউজ, ঢাকা: শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল এবং ‘ইসলাম বিরোধী স্কুল পাঠ্যবই’ সংশোধনের দাবিতে হেফাজতে ইসলাম কর্তৃক পূর্ব ঘোষিত আগামীকাল সোমবার দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করতে সকল জেলা নেতাকর্মী, ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, জেলা কমিটিসমূহের নেতৃবৃন্দ সংগঠনের কর্মী-সমর্থক ও উলামায়ে কেরামদের নিয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর বরাবরে লিখিত স্মারকলিপি স্ব স্ব জেলা প্রশাসকের হাতে জমা দেবেন। বর্তমান শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষাআইনের ক্ষতিকর দিক এবং স্কুল পাঠ্যবই থেকে ইসলামী ভাবাপন্ন বিষয়ে প্রবন্ধসমূহ বাদ দিয়ে নাস্তিক্য ও হিন্দুত্ববাদের কোন কোন লেখা যুক্ত করা হয়েছে।
স্মারকলিপির মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে সরকারকে সেটা জানাচ্ছি। পাশাপাশি শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ পদ ও দফতরে এবং পাঠ্যবই রচনা ও সম্পাদনায় সংখ্যালঘুদের একচ্ছত্র প্রাধান্যতা বাতিল করে সেখানে ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে জনসংখ্যার আনুপাতিক হারে নিয়োগদানের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরেছি।
তারা বলেন, আগামীকাল সোমবার দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সকল জেলার নেতাকর্মী, উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার প্রতি আহবান জানাচ্ছি।
বাংলা৭১নিউজ/পিআর