রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

‘ভাগ্যবান’ কোচের হাত ধরেই আসবে বিশ্বকাপ, আশা ফ্রান্সের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ২২১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপ জয়ের কৃতিত্ব বিশ্বে মাত্র দুই ব্যক্তিরই আছে। ফরাসি কোচ দিদিয়ের দেশাম সেই বিরল কৃতিত্ব অর্জনের দ্বারপ্রান্তে।

রোববার ক্রোয়েশিয়ার সঙ্গে জিতলেই তিনি হবেন খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপ জয়ী তৃতীয় ব্যক্তি।
‘ভাগ্যবান’ হিসেবে ফ্রান্সে বিশেষ সুনাম আছে দিদিয়ের দেশামের। ফরাসি গণমাধ্যমে দেশমকে নিয়ে যেসব কার্টুন আঁকা হয়, সেসবের একটি অভিন্ন বৈশিষ্ট্য হলো প্রায়ই তার পাশে নীল রঙা বিড়াল থাকে। নীল রঙা বিড়ালকে সৌভাগ্যের প্রতীক ভাবা হয়।

১৯৯৮ সালে যেবার ফ্রান্স বিশ্বকাপ জিতলো সেবার অধিনায়ক ছিলেন দেশাম। তবে রোববারের ফাইনালের আগে দেশাম যা বললেন, তা দার্শনিকের মুখেই মানায়। বললেন, ‘আমি সম্ভবত প্রায়ই সঠিক সময়ে সঠিক জায়গায় থাকি। ফলে আমার অভিযোগ করার কিছু নেই। আমার চেয়ে ভালো অবশ্যই কেউ না কেউ আছে। আবার খারাপও আছে।’
এই বিশ্বকাপের ড্র শেষে ফ্রান্সের গ্রুপ দেখে অনেকেই বলেছিলেন দলটার ভাগ্য ভালো। কারণ, ফ্রান্সের প্রতিপক্ষ ছিল ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও পেরুর মতো মাঝারি সারির দল। কোয়ার্টার ফাইনালেও ছিল ভাগ্যদেবীর আশীর্বাদ। উরুগুয়ের সঙ্গে ফ্রান্সের ওই ম্যাচে ছিলেন না উরুগুয়ের দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার এডিনসন কাভানি, যিনি আগের ম্যাচেও দুই গোল করেছিলেন।
ফ্রান্সের খেলোয়াড়রাও সৌভাগ্যের কথা মানছেন। মিডফিল্ডার পল পগবা বলেন, ‘সৌভাগ্য খুব কম কোচেরই থাকে। তিনি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তিনি ছিলেন একজন অসাধারণ খেলোয়াড়, কাপ্তান ও নেতা।’
তবে খেলোয়াড়ি জীবনে গ্ল্যামারের জন্য বিশেষ পরিচিতি ছিল না দেশামের। তার সতীর্থ এরিক কান্টোনা একবার মজা করে বলেছিলেন, দেশাম হলো দলের পানির বোতল বোহনকারী! কোচ হিসেবেও তার খেলার স্টাইল নিয়ে সমালোচনা উঠেছে। অ্যান্তোইন গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপের মতো প্রতিভাধর খেলোয়াড়ের কারণে ফ্রান্সের আক্রমণভাগ ভীষণ শক্তিশালী। কিন্তু একে পুরোপুরি ব্যবহার করতে না পারার অভিযোগ তার বিরুদ্ধে।
শেষ অবধি ফ্রান্স যদি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে যায়, তাহলে হয়তো দেশামের কোচিংয়ের ধরণ নিয়ে প্রশ্ন তুলবে না কেউই। ফরওয়ার্ড গ্রিজম্যান বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে, রোববার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের জয় পাওয়াটা, জয়ের পন্থার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি অন্য কিছু পাত্তা দিই না। আমি চাই আমার জার্সিতে চ্যাম্পিয়ন হিসেবে তারকা চিহ্ন আসুক। আমি যদি সেই তারকা অর্জন করতে পারি, আমি এটা নিয়ে ভাববো না যে আমরা কীভাবে খেললাম।’
এ নিয়ে টানা দুইবার দেশামের অধীনে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে গেল ফ্রান্স। ২০১৬ সালের ইউরোতে অবশ্য পর্তুগালের কাছে ফাইনালে তিক্ত পরাজয় বরণ করতে হয়েছিল। ফলে এবার দেশামের সামনে সুযোগ আগের অর্জনকে ছাড়িয়ে যাওয়ার।
রোববারের ম্যাচে নিশ্চিতভাবেই ফ্রান্স ফেভারিট। ফরাসি কোচের সামনে এখন ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পাশে ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে আর এক ধাপ বাকি। সৌজন্যে: মানবজমিন অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com