বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গরু পাচারে বাধা দেওয়ায় কৃষককে গুলি করে হত্যা পূবালী ব্যাংকের মুনাফা বেড়েছে ৩০.৮৩ শতাংশ রোহিঙ্গাদের সহায়তায় আরও ৩ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান উপজেলা নির্বাচনে ৩৬ শতাংশ ভোট পড়েছে: ইসি আলমগীর ভারত তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী: পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল হামাস সংঘাত রাফার হাসপাতালগুলোও বন্ধ হওয়ার পথে এখন অনায়াসে ৫-৭ লাখ টন চাল রপ্তানি করতে পারবো: খাদ্যমন্ত্রী চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমানের এক পাইলট নিহত নায়ক সোহেল চৌধুরী হত্যা আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ সরকারি খরচে এবার হজে যাচ্ছেন ৬৩ জন শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী সব বিভাগে বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা বাড়বে চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ জন হজযাত্রী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন প্রকৌশলীদের পরিশ্রমের ফলেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান

মাদকসহ আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার থানার এসআই মিঠুন ও ইমরানের বিরুদ্ধে ঘুষ নিয়ে আসামী ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে, ডাসার থানার এসআই মিঠুন কুমার মন্ডল ও এএসআই ইমরান শনিবার রাতে উত্তর ডাসারের বড়বাড়ি এলাকা থেকে নুরুল ইসলাম মাতুব্বরের ছেলে চয়ন ইসলাম ডালিম ও নবগ্রাম এলাকার রমনী সরকারের ছেলে দেবাশীষ সরকারকে মাদকসহ আকট করে।

রাতভর থানা হাজতে আটক রেখে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে পরিবারের কাছ থেকে মোটা অংশের টাকা আদায় করে রবিবার সকালে ছেড়ে দেয়। এছাড়াও সুকদেব নামে এক যুবককে আটক করে টাকা না পেয়ে কোর্ট প্রেরণ করে। এই আটক নিয়ে ডাসার থানার এসআই এবং ওসি পরস্পর বিরোধী বক্তব্য দিলেও পরে এসআই ফোন করে তার বক্তব্য অস্বীকার করেন।

প্রথমে এসআই মিঠুন কুমার মন্ডলকে আটকের বিষয় জানতে চাইলে তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এরপরে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, একজনকে আটক করা হয়েছে। তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।এরপর এই প্রতিবেদক আরো দুই আসামী ডালিম ও দেবাশীষের বিষয় জানতে চাইলে ওসি বলেন, আমার জানা মতে একজনই আটক হয়েছে। পরে কেউ আটক হয়েছে কিনা আমার জানা নেই।

এর কিছুক্ষণ পরেই এসআই মিঠুন তার বক্তব্য অস্বীকার করে বলেন, একজন আটক করা হয়েছে। তাকেই শুধু কোর্টে চালান দেয়া হয়েছে। টাকা আদায়ের বিষয় এবং ডালিম ও দেবাশীষকে আটকের বিষয় অস্বীকার করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা বলেন, দেবাশীষ ও ডালিমকে আটক করে থানা হাজতে রাতভর রাখা হয়। বিষয়টি থানার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেও সত্যতা পাওয়া যাবে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। মাদক সংশ্লিষ্ঠ বিষয় যদি কারো অবহেলা প্রমান হয় তাহলে কঠোর বিচার হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com