বাংলা৭১নিউজ, ডেস্ক: নিলামে ১৭ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে আডল্ফ হিটলারের মূর্তি৷ ফলে বিতর্কিত এই মূর্তি নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা৷ মূর্তিটির স্রষ্টা জানিয়েছেন, অতীতে নিজেই মূর্তিটি অনেকবার ধ্বংস করতে চেয়েছেন, কিন্তু পারেননি৷
ইটালির শিল্পী মাউরিৎসিও কাটালান মূর্তিটির স্রষ্টা৷ শিল্পী নিজেই জানিয়েছেন, জার্মানির এই নাৎসি নেতার মূর্তি তিনি শ্রদ্ধা নিয়ে গড়েননি৷ ভয়ংকর স্বৈরশাসক হলেও ইতিহাসে তার জায়গা আছে৷ ইটালীয় ভাস্কর মনে করেন, হিটলারকে ঘৃণা করলেও অগ্রাহ্য করা যায় না৷ তাঁর ভাষায়, ‘‘হিটলার হচ্ছে সত্যিকারের আতঙ্ক৷ এই নামের সঙ্গে সঙ্গে মনে তীব্র এক ধরণের ব্যথার অনুভূতি জাগে৷ অনেকে তো তাঁর নামটি উচ্চারণ করতেও কষ্ট পান৷ এতকিছুর পরও নামটি আমার স্মৃতিতে ফিরে ফিরে আসে৷ ‘ট্যাবু’ হলেও নামটি আমার মাথায় ঢুকে আছে৷ (এই মূর্তি) আমি নিজেই ধ্বংস করতে চেয়েছি৷ কিন্তু দিনে অন্তত হাজারবার সিদ্ধান্ত পরিবর্তনও করেছি৷”
নিউ ইয়র্কের এক নিলামে মাউরিৎসিও কাটালানের গড়া সেই মূর্তিটিই বিক্রি হয়েছে ১৭ দশমিক ২ মিলিয়ন ডলারে৷
মূর্তিতে হিটলারকে মোটেই দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরশাসক হিসেবে তুলে ধরেননি মাউরিৎসিও কাটালান৷ বরং সেখানে হিটলার দুর্বল, নতজানু৷ পেছন দিক থেকে দেখলে মনে হয় হাঁটু মুড়ে বসে প্রার্থনা করছে কোনো শিশু৷ তবে সামনে থেকে দেখলে সেই বিভ্রান্তি আর থাকে না, দেখেই বোঝা যায়, ইটালীয় শিল্পী নিজের কল্পনায় ইতিহাসের অন্যতম সেরা খলনায়ককেই তুলে ধরেছেন৷ মূর্তিটির নাম, ‘তিনি’৷
বাংলা৭১নিউজ/এসএইস