বাংলা৭১নিউজ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে র্যাব-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাজ্জাদুল ইসলাম ও আবদুর রাজ্জাক নামে দুজন নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা। সাজ্জাদুল ইসলামের বাড়ি জেলা শহরের বাঘাযতিন সড়কে ও উদয়পুর গ্রামের আবদুর রাজ্জাক।
এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
গতকাল রাত সোয়া ১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিউটি অফিসার এএসআই মো. লিটন হোসেন জানান, টহল চলাকালে মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল দিয়ে গেলে র্যাব সদস্যরা ধাওয়া করে।
এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে আহত হন মাদক ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। পওে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেও মৃত ঘোষণা করে। সূত্র: মানবজমিন অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস