বাংলা৭১নিউজ, ডেস্ক: দুটি বেঙ্গল টাইগার নেদারল্যান্ডসের এক বন্য প্রাণী কেন্দ্রের খাঁচা থেকে পালিয়েছিল। চারঘন্টা ধরে সেই বাঘের সন্ধানে ছুটেছে পুলিশের হেলিকপ্টার আর ট্রাংকুলাইজার (চেতনানাশক) গান নিয়ে একদল কর্মী। শেষ পর্যন্ত ধরা পড়েছে দুই পলাতক বাঘ।
রাডজা আর দিল্লি নামের এই দুই বাঘ ‘ওলডেবারকুপ’ গ্রাম থেকে শনিবার পালানোর পর এক গাছপালায় ঢাকা জংলা এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। দুই বাঘ পালানোর খবরে সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়।
তাদের ধরতে বিরাট তল্লাশি অভিযান শুরু হয়। ট্রাংকুলাইজার গান হাতে পশু চিকিৎসকরা বেশ কয়েকদফা চেষ্টার পর দুই বাঘকে অচেতন করতে সক্ষম হন।
এরপর তাদের বহন করে নিয়ে যাওয়া হয় তাদের আশ্রয় কেন্দ্রে।
তবে পলাতক দুই বাঘ স্থানীয়দের জন্য কখনোই হুমকি ছিল না বলে দাবি করেছেন স্থানীয় মেয়র হ্যারি ওসটেরম্যান।
রাডজা এবং দিল্লি নামের এই দুই বেঙ্গল টাইগার ছিল একটি ব্যক্তিগত চিড়িয়াখানায়। কিন্তু তাদের মালিক আর্থিক সংকটে পড়ায় আর বাঘ দুটিকে ঠিকমত খাবার দিতে পারছিল না।
যে আশ্রয় কেন্দ্রে এখন বাঘ দুটিকে রাখা হয়েছে সেটির কর্মকর্তারা তাদের দক্ষিণ আফ্রিকার জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছেন।
বাংলা৭১নিউজ/বিবিসি