বাংলা৭১নিউজ, ডেস্ক: ১৯শ’ ক্যাঙারুকে মেরে ফেলবে অস্ট্রেলিয়া। আগামী সোমবার থেকেই শুরু হবে সেই নিধন অভিযান। ক্যাঙারুর সংখ্যা অত্যন্ত বেড়ে যাওয়ায় পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যেকদিন সন্ধেয় বন্ধ রাখা হবে সবকটি অভয়ারণ্য। মোট ১৯৯১ টি ক্যাঙারুকে মেরে ফেলা হবে। ক্যাঙারুর সংখ্যা কমানো প্রয়োজন ছিল বলেই এমনটা করা হচ্ছে বলে জানিয়েছেন, পার্কস অ্যান্ড কনজারভেশনের ডিরেক্টর ড্যানিয়েল ইগলেসিয়াস।
প্রচুর পরিমাণ ক্যাঙারু হয়ে যাওয়ায় প্রকৃতি তছনছ হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১ অগাস্ট পর্যন্ত চলবে এই ক্যাঙারু মারার কাজ। গত দু’বছরে ৪,০০০ ক্যাঙারুকে মেরে ফেলা হয়েছে।
বাংলা৭১নিউজ/বিএস