রবিবার, ১২ মে ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চামড়া ব্যবসায়ীদের ঋণ পেতে সুপারিশ করা হবে: শিল্পমন্ত্রী বেনেট-রাজায় জিম্বাবুয়ের বড় জয় ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে’ প্রতিশ্রুত সেবা না দিলে অপারেটরগুলোর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১ এসএসসি : কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ লিভ টু আপিল খারিজ, জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই ব্রাজিলে বন্যা-ভূমিধসে ১৩৬ জনের মৃত্যু দাখিলে পাসের হার ৭৯.৬৬, জিপিএ-৫ পেল ১৪২০৬ জন শেষ টি-টোয়েন্টি: টাইগারদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে শিক্ষায় ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ এসএসসির ফল প্রকাশ কখন, জানা যাবে যেভাবে আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩ বছর পূর্তি উদযাপন ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল কুয়েতে অবৈধভাবে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি গ্রেফতার

বিশ্বকাপ ২০১৮: গ্রুপ পর্বের সেরা মুহূর্ত, সেরা চরিত্র

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ১০২ বার পড়া হয়েছে
জার্মানির বিদায় ছিল অন্যতম অপ্রত্যাশিত ঘটনা

বাংলা৭১নিউজ ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে শেষ১৬ পর্বের শুরুর আগে এক বার চটজলদি মনে করে নেয়া যাক গ্রুপ পর্বের সেরা মুহূর্তগুলো

কারণ এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব ছিল সত্যি উপভোগ্য, এবং এখানে এমন কিছু মুহূর্ত ছিল – যা নিয়ে অনেকদিন ফুটবলপ্রেমীরা আলোচনা করবেন।

এক নম্বর নিশ্চয়ই জার্মানির ছিটকে যাওয়া।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ খেলায় ইনজুরি টাইমে ২ গোল খেয়ে হেরে যায় জার্মানি। ১৯৩৮ সালের পর এই প্রথম তারা গ্রুপ পর্বে ছিটকে গেল।

মনে রাখতে হবে, জার্মানির কিন্তু সুইডেনের বিরুদ্ধে এর আগের ম্যাচেও গ্রুপ পর্ব না পেরোতে পারা আশংকা তৈরি হয়েছিল কিন্তু টোনি ক্রুস এক দারুণ ফ্রিকিকে গোল করেন ৯৫ মিনিটের মাথায় – যার ফলে শেষ ম্যাচ পর্যন্ত জার্মানির আশা ছিল দ্বিতীয় পর্বে যাবার।

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব ভরা ছিল ম্যাচগুলোতে শেষ-মুহূর্তের নাটকীয়তা, আর অপ্রত্যাশিত মোড়-বদলে।

জার্মান পত্রিকায় বিশ্বকাপ থেকে ছিটকে যাবার খবর

সার্বিয়ার বিরুদ্ধে খেলায় সুইৎজারল্যান্ডের জেরদান শাকিরির শেষ মুহূর্তের ম্যাচ জেতানো গোল – এবং তার রাজনৈতিক বার্তাবাহী ‘জোড়া ঈগল-উদযাপন’ ছিল আরেকটি ঘটনা।

ইরানের মিলাদ মোহাম্মদি স্পেনের বিরুদ্ধে ম্যাচে যে বিচিত্র ভঙ্গিতে ডিগবাজি-সহ থ্রো-ইনের চেষ্টা করেন – তার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল।

আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুটি খেলার পরই অনিশ্চয়তা দেখা দেয় যে তারা গ্রুপ পর্ব পেরোতে পারবে কিনা। কিন্তু শেষ ম্যাচে লিওনেল মেসি এবং মার্কোস রোহোর দুটি গোলের সুবাদে তাদের দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত হয়।

নাইজেরিয়ার বিরুদ্ধে গোল করার পর মেসি

ব্রাজিলও কোস্টারিকার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে বিশ্বকাপে তাদের অগ্রযাত্রা নিশ্চিত করে।

স্পেনের বিরুদ্ধে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিক, এবং পর্তুগালকে এবার রোনাল্ডো বিশ্বকাপ জেতাবেন কিনা – তা ছিল বড় আলোচনার বিষয়।

খেলা জমেছে, কিন্তু গোল কম?

বিশ্বকাপ ২০১৮-র গ্রুপ পর্বে মোট গোল হয়েছে ১১৮টি, তার গত বিশ্বকাপগুলোর তুলনায় খুব বেশি নয়।

গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল হয়েছিল ২০১৪ সালে – মোট ১৩৬ টি। ২০০২ সালের বিশ্বকাপে ১৩০টি, ১৯৯৮এর বিশ্বকাপে ১২৬টি।

গ্রুপ পর্বে এবারের চেয়েও কম গোল হয়েছে কেবল ২০১০ আর ২০০৬এর বিশ্বকাপে – যথাক্রমে ১০১ এবং ১১৭টি ।

ভিএআর

ভিএআর

রাশিয়া বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর।

ভিএআর খেলায় এনেছে নতুন উত্তেজনা, প্রভাব ফেলেছে ফলাফলে।

চিত্রটা পরিষ্কার পেনাল্টি থেকে। বত্রিশ দলের বিশ্বকাপ চালুর পর এবারেই সবচেয়ে বেশি পেনাল্টি হয়েছে গ্রুপ পর্বে, মোট ২৪টি।

গত পাঁচটি বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট মিলিয়েও এত পেনাল্টি হয় নি। সূত্র: বিবিসি বাংলা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com