সোমবার, ১৩ মে ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্তর্বাসে থাকতো ডিভাইস, ১০ মিনিটে শেষ হতো চাকরির নিয়োগ পরীক্ষা ‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’ শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালিত হজ্জ বুথ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান বিকাশ সেন্ডমানিতে অভিনন্দন কার্ড বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে : হাছান মাহমুদ চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কেটে নেওয়া হচ্ছে কিডনি: পুলিশ অনিচ্ছা সত্ত্বেও একীভূত হতে সোনালীর সঙ্গে বিডিবিএলের সমঝোতা সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে ভূমিকা রাখবে বিআইপিএস অ্যাম্বুলেন্সে মিললো ৬০ হাজার ইয়াবা, কারবারি গ্রেফতার আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩১৫ এমন উন্নত বাংলাদেশ চাই যে দেশকে নিয়ে সারাবিশ্ব গর্ববোধ করবে পাঁচ তারকা মা রোববার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানালেন বাইডেন আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা হচ্ছে : আইনমন্ত্রী সর্বজনীন পেনশন ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন চাকরিতে ৩৫ প্রত্যাশী ৫০০ আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশের মামলা কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো: নানক নির্বাচনের পর সংকট আরও বেড়েছে: ফখরুল

নির্বাচনে শতভাগ মানুষ সন্তুষ্ট হবে না- নাসিম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ১৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচন নিয়ে শতভাগ মানুষকে কখনও সন্তুষ্ট করা সম্ভব হবে না বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের এক বৈঠক শেষে জোটের মুখপাত্র দাবি করেন, নির্বাচন হচ্ছে যুদ্ধের মতো, এখন মাঠে যারা শক্তভাবে থাকবে তাঁরাই জিতবে।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন জোটের মুখপাত্র।

গত ১৫ মে খুলনায় এবং ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে হারের পর বিএনপি অভিযোগ করেছে তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, অল্প কিছু কেন্দ্রে কারচুরি হয়েছে, সেই কেন্দ্রগুলোতে ভোট স্থগিত হয়েছে। আওয়ামী লীগ বলেছে, জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচন করেছে।

এর মধ্যে গাজীপুরে ভোট শেষে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, সেখানে ভালো চিত্রও ছিল, খারাপ চিত্রও ছিল। আর সব মিলিয়ে এই চিত্রের জন্য উদ্বিগ্ন তারা।

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ আবার বার্নিকাটকে গত নভেম্বরে তার দেশের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে ভাবার কথা বলে জবাব দিয়েছেন।

নাসিম বলেন, ‘নির্বাচনেই তো জয়-পরাজয় অবশ্যম্ভাবী। জয়-পরাজয় নিয়ে আলোচনা হবেই। শুধু বাংলাদেশেই নয়, দুনিয়ার সকল নির্বাচনে সবার মনজয় হয়েছে তা বলা যাবে না।’

‘আমেরিকা, বৃটেন, ভারত এবং মালেয়শিয়ার নির্বাচন নিয়েও অনেকেই অনেক কথা বলেছেন। নির্বাচনে শতভাগ মানুষ সন্তুষ্ট হবে এমনটা আমরা বিশ্বাস করি না।’

‘নির্বাচন হচ্ছে যুদ্ধের মতো, এখন মাঠে যে শক্তভাবে থাকবে তাঁরাই বিজয়ী হবে। মাঠে অনুপস্থিত থেকে নির্বাচন নিয়ে কোন কথা বললে তা গ্রহণযোগ্য হবে না।’

গাজীপুরের ভোট নিয়ে বার্নিকাটের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নাসিম বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্টদূতের বক্তব্য তার ব্যক্তিগত। গাজীপুর ও খুলনার জনগণ জানে ভোট কীভাবে হয়েছে। তারা সচেতনভাবে ভোট দিয়েছে। এটা নিয়ে কোন মন্তব্য করতে চাই না।’

‘যে কোনো নির্বাচন নিয়ে যেকোন ব্যক্তি কিংবা সংগঠন তাদের পর্যবেক্ষণ দিতে পারে। পর্যবেক্ষণ দেয়ার ক্ষমতা সবারই আছে। সেটা সঠিক কি বেঠিক তা জনগণই নির্ধারণ করবে।’

নাসিম বলেন, নির্বাচন নিয়ে কোন অভিযোগ থাকলে তাঁর তদন্ত করবে নির্বাচন কমিশন।

ইদানীং সব নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় বিএনপিকে অভিনন্দনও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। জানান, বিগত সব সিটি নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিল, আগামী তিন সিটি নির্বাচনেও (রাজশাহী, বরিশাল ও সিলেট) তারা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে লড়বেন।

বিএনপির জাতীয় ঐক্যের চেষ্টা নিয়ে ভাবনা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা ‘গণতন্ত্রকামী’ সব শক্তিকে এক করে জাতীয় ঐক্যের চেষ্টা করছেন। এই ঐক্য হয়ে গেলে তিন দিনে সরকারের পতন ঘটানো হবে।

নাসিম বলেন, ‘তথাকথিত ঐক্যের নামে কিছু মুখচেনা ব্যক্তি আবারও ষড়যন্ত্র করতে মাঠে নেমেছে। যারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনে পরাজিত হয়, যারা সবসময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভয় পায়।’

‘জাতীয় ঐক্যের নামে কিছু ব্যক্তি সমবেত হওয়ার চেষ্টা করছে। এদের পেছনে কারা আছেন তা সকলেই জানেন। এরা সবসময় ঘোলাপানিতে মাছ শিকার করে একটা অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়।’

নাসিম বলেন, ‘আগামী নির্বাচনের আগে কোনো অশুভ শক্তি, মুখচেনা, বর্ণচোরা ব্যক্তি যদি বিএনপি-জামায়াতকে সমর্থন দেয়ার নামে অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে ১৪ দলীয় জোট অতীতের মতো মোকাবেলা করবে।’

‘আমাদের শক্তি হলো জনগণ। কোন মুখচেনা ব্যক্তি নয়। প্রয়োজনে আমরা আরও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এখানে সমবেত করব এবং এসকল অশুভ শক্তিকে মোকাবেলা করব।’

গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণ করবেন জাহাঙ্গীর

গাজীপুরবাসী উন্নয়নের প্রত্যাশা করে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে ভোট দিয়েছেন বলে মনে করেন নাসিম। আর নবনির্বাচিত মেয়র মহানগরবাসীকে নিরাশ করবে না বলেই তার বিশ্বাস।

নাসিম বলেন, ‘আমরা বিশ্বাস করি গাজীপুরের উন্নয়নের যে আশা গাজীপুরবাসী চেয়েছেন, আমাদের সরকারের সরাসরি তত্ত্বাবধানে গাজীপুরের মেয়র ও কাউন্সিলরা আগামী পাঁচ বছর সেই প্রত্যাশা পূরণ করতে পারবে।’

পরাজিত প্রার্থীদেরকেও গাজীপুরের উন্নয়নে নবনির্বাচিত মেয়রকে সহযোগিতা করার আহ্বান জানান নাসিম।

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জোট নেতাদের মধ্যে ছিলেন জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, তরীকত ফেড়ারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ। সৌজন্যে: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com