বাংলা৭১নিউজ, রাজশাহী: জশাহীর উপজেলাগুলোতে স্কুলের মাঠ দখল করে নিয়মিত বসছে হাট। এতে দিনভর হৈ-চৈ’তে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি, নানামুখী সমস্যায় পড়ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুলের পক্ষ থেকে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করার পরেও মেলেনি কোনো সমাধান।
হাটের ইজারাদার বলছেন, নিয়ম মেনেই স্কুল মাঠের বাইরে হাট বসিয়েছেন তারা। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।
রাজশাহী’র উপজেলাগুলোতে স্কুল মাঠে বসছে হাট। সপ্তাহে দুই থেকে তিনবার, আবার কোথাও কোথাও স্কুলের সামনে তাঁবু টাঙিয়ে দোকানিরা বসছেন প্রতিদিন। হাটের মালামাল রাখা হচ্ছে স্কুল আঙ্গিনা ও বারান্দাতে।
সবজির দোকানের পাশাপাশি ক্লাসের পাশেই বসেছে লোহা পেটানো কামারের দোকান। সাথে খুচরা ও পাইকার ক্রেতাদের হৈচৈ’এর পাশাপাশি আছে হকারের উচ্চস্বরে মাইক বাজানোর ধুম। আর তা চলছে সকাল থেকে বিকেল পর্যন্ত। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সমস্যার কথা জানিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও সমস্যার সমাধান হচ্ছে না।
তবে ইজারাদারদের দাবি, কোনো অনিয়ম করে নয় বরং সরকারি নিয়ম মেনেই হাট বসিয়েছেন তারা। অবশ্য অভিযোগ পেলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক কাজী আসরাফ উদ্দিন।
উপজেলা শিক্ষক সমিতিগুলোর দেয়া তথ্য মতে, রাজশাহীর ৯টি উপজেলার ১২টি স্কুলের এ অবস্থা। যার অধিকাংশই প্রাথমিক স্কুল। এসব স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার।
বাংলা৭১নিউজ/কেআর