মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত শুরু হলো ডিএমপির ‘রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪’ ইরানি প্রেসিডেন্টের প্রথম জানাজাতেই মানুষের ঢল ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ৮ বিভাগেই বৃষ্টি হতে পারে বহদ্দারহাটে হচ্ছে চট্টগ্রামের প্রথম আন্ডারপাস চট্টগ্রামে স্ত্রীসহ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সহকারী নিহত গণসংহতির বিক্ষোভ ঘিরে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার সৌদি পৌঁছেছেন ৩২,৭১৯ জন হজযাত্রী দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ : ইসি অতিরিক্ত সচিব ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মুক্তি পাচ্ছে ফুটবল কিংবদন্তী পেলেকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বার্থ অফ এ লেজেন্ড’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৩ মে, ২০১৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ফুটবলের জীবন্ত কিংবদন্তী পেলে। মাত্র ১৭ বছর বয়সে যিনি ব্রাজিলকে পাইয়ে দিয়েছিলেন প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ। এবার এই ফুটবল যাদুকরের রোমাঞ্চকর জীবন নিয়েই হলিউডে তৈরি করা হয়েছে চলচ্চিত্র।

কিভাবে একটি দরিদ্র ঘরে জন্ম নিয়েও নানা সংগ্রামের মধ্যে দিয়ে তিনি হয়েছেন ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তী তাই মূলত কয়েকটি ধাপে দেখানো হয়েছে পেলে – বার্থ অফ এ লেজেন্ড নামের এই ছবিটিতে। চলুন জেনে আসি কেমন হতে যাচ্ছে ব্রাজিলের ফুটবল সম্রাটকে নিয়ে বানানো এই ছবিটি।

রোমাঞ্চে ভরপুর একটি জীবন। বস্তিতে জন্মগ্রহণ করেও যিনি হয়ে যান ফুটবল বিশ্বের সম্রাট। জন্ম থেকে শুরু করে ফুটবল সম্রাট হওয়া পর্যন্ত এই পুরো সময়টিতে তাকে পার হতে হয়েছে নানা চড়াই উৎরাই। পেলের জীবনের সেইসব দিনগুলোকেই এবার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দুই মার্কিন পরিচালক জেফ ও মাইকেল জিম্বালিস্ট।

যেহেতু শৈশব থেকে শুরু করে পেলের পুরো জীবন নিয়েই এই চলচ্চিত্র, তাই তার বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন ভিন্ন ভিন্ন অভিনেতা। শিশু পেলের চরিত্রে দেখা যাবে লিওনার্দো লিমা কারভালিওকে। আর কিশোর পেলের চরিত্রে দেখা যাবে কেভিন ডি পলকে।

এছাড়াও, ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ী দলের কোচ ফিওলার চরিত্রে দেখা যাবে ভিসেন্টে ডি’ওনোফ্রিও কে।

পেলে – বার্থ অফ এ লেজেন্ড ছবিটির অন্যতম আকর্ষণ আবহ সঙ্গীত পরিচালনা করেছেন অস্কারজযী ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক এ আর রহমান।

ইমাজিন এন্টারটেইনমেন্ট আর সেইন পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত পেলে – বার্থ অফ এ লেজেন্ড ছবিটি বিশ্বব্যাপী দর্শকদের জন্য মুক্তি দেয়া হবে আগামী ৬ মে।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com