বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে মাগুরা পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ রেজোয়ানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আহসান হাবিব, সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, অলোক বোস, শঠিকুল ইসলাম শফিক, রূপক আইচ, মুসাফির নজরুল, তেহরান টুটুল প্রমুখ। সভায় জেলার আইন শৃংখলা বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। মতবিনিময় সভায় জেলায় কর্মরত ৪০ জন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদকসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় ।
বাংলা৭১নিউজ/জেএস