বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বালিয়াঘাটা গ্রামের স্বাগতা রানী শীল (১৫) নামের এক দশম শ্রেণির স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের সুদেব কুমার শীলের কন্যা ও পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী স্বাগতা রানী শীল পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত অনুমান ৯ টার দিকে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই লিটন চন্দ্র দাস জানান, নিহত স্বাগতার পিতা সুদেবের সাথে তার মায়ের ৪ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সে অনত্র গিয়ে সুদেব এর নামে মাগুরা আদালতে একটি মামলা দায়ের করে। এ মামলায় স্বাগতা রানী শীলকে প্রধান স্বাক্ষী হিসেবে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার উক্ত মামলায় স্বাগতার স্বাক্ষীর দিন ধার্য ছিল। এই স্বাক্ষী দেওয়াকে কেন্দ্র করেই তার মৃতু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের চুড়ান্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর আসল রহস্য বলা সম্ভব নয়।
বাংলা৭১নিউজ/জেএস