বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার ও রবিবার রাতে বাবা মেয়েসহ ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলেন শালিখার হারিশপুর গ্রামের মমতাজ হোসেন (৩২) ও তার শিশু কন্যা সুমাইয়া (৬), সদর উপজেলার বেলনগর গ্রামের সোহরাব হোসেন (৬০) এবং রবিবার রাতে শ্রীপুর উপজেলার গোয়ালদাহ গ্রামের শিশির বিশ্বাস (৩০), সদর উপজেলার লক্ষী¥কান্দর এলাকায় সোহরাব হোসেন (৫৫) ও শালিখা উপজেলার সাত নাফুরিয়া এলাকায় আইয়ুব হোসেন (২৫) নামে একজন নিহত হন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, মমতাজ হোসেন সোমবার দুপুরে মেয়েকে নিয়ে আড়পাড়া বাজার থেকে ভ্যানযোগে শতখালির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহন তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে বাবা ও মেয়ে মারা যান।
অপর দিকে রবিবার রাতে সদর উপজেলার মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীকান্দর এলাকায় সোহরাব হোসেন, শ্রীপুর উপজেলার গোয়ালদাহ বাসষ্টান্ড এলাকায় শিশির বিশ্বাস নামে মটর সাইকেল আরোহী ও শালিখা উপজেলার সাত নাফুরিয়া এলাকায় আইয়ুব হোসেন নামে একজন ভটভটি উল্টে নিহত হন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস