বুধবার, ২৯ মে ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ৮২৩৫ কোটি টাকা অনুমোদন বিশ্বব্যাংকের ফেনীতে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ১০ চার ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে: ইসি সচিব বিশ্বশান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে কঠিন : শেখ হাসিনা তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি ওবায়দুল কাদেরের ভাইসহ দুই প্রার্থীর ভোট বর্জন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান ঐশ্বরিয়া কত কোটি টাকার মালিক? রাফাহে ইসরায়েলের গোলা বর্ষণে ১৩ নারীসহ নিহত ২১ হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৭,৯৮৫ জন সমৃদ্ধ অগ্রযাত্রায় রূপালী ব্যাংক তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বিবৃতি বন্ধে লিগ্যাল নোটিশ নতুন কারিকুলাম এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ভারী বর্ষণ ও ভূমিধস, উত্তর-পূর্ব ভারতের ৪ রাজ্যে নিহত অন্তত ৩৬ শাহজালালে নারী কেবিন ক্রুর কাছে মিললো দুই কেজি সোনা তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে হঠাৎ বন্যার ঝুঁকিতে যে ৬ জেলা সীমার চেয়ে ৩০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরান সম্পর্ক পরবর্তী স্তরে উন্নীত করতে চায় বাংলাদেশ-নেদারল্যান্ডস

পোগবার গোল কেড়ে নিল ফিফা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: শনিবার কাজানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ফ্রান্স৷ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গ্রিজমান এগিয়ে দেন ফরাসি দলকে৷ ৬২ মিনিটে পেনাল্টি থেকেই গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান জেডিনাক৷ ৮০ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোল করেন পোগবা৷ ফাদার্স ডে’র গিফট হিসাবে বাবাকে সেই গোল উৎসর্গও করেন ম্যান ইউ তারকা৷ যদিও পোগবার গোল নিয়ে সংশয় ছিল ফিফার মনে৷ শেষমেশ যাবতীয় সংশয় দূর করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ তারা পোগবার কাছ থেকে গোলের কৃতিত্ব কেড়ে নেওয়াই উচিত মনে করে৷

পোগবার গোল নিয়ে প্রাথমিকভাবে প্রশ্ন তুলেছিলেন তাঁর ক্লাব কোচ মোরিনহো৷ তাঁর মতে গোলটির পিছনে পোগবার যতটা না কৃতিত্ব আছে, তার থেকে অনেক বেশি দায়ি অস্ট্রেলিয়া ডিফেন্ডার আজিজি বেহিচের ফাইনাল টাচ৷ পোগবার চিপ আজিজের পায়ে লেগেই অজি গোলকিপারের মাথার উপর দিয়ে গিয়ে প্রতিহত হয় ক্রসবারে৷ তবে মাটিতে ড্রপ করার সময় গোললাইন পার করে যায়৷

ফিফা প্রাথমিকভাবে গোলটিকে পোগবার গোল হিসাবেই চিহ্নিত করে৷ তবে পরে ভিডিও বিশ্লেষণে নিজেদের ভুল শুধরে নেন ফিফা অফিসিয়ালরা৷ ফিফার তরফে পরে গোলটিকে আজিজের আত্মঘাতী গোল হিসাবেই উল্ল্যেখ করা হয়৷

পোগবা অবশ্য তার জন্য বিন্দুমাত্র হতাশ নন৷ বরং দল ম্যাচ জেতার তিনি খুশি প্রকাশ করেছেন৷ গোলের কৃতিত্ব হাতছাড়া হওয়া প্রসঙ্গে পোগবা বলেন, ‘অস্বীকার করার জায়গা নেই আমার গোলটির ক্ষেত্রে অস্ট্রেলিয়া ডিফেন্ডারের সাহায্য ছিল৷ তবে গোল যেভাবেই আসুক না কেন, দল পুরো পয়েন্ট ঘরে তুললে দারুণ লাগে৷ দিনের শেষে সেদিকেই লক্ষ্য থাকে সবার৷ আমি তো মনে করি যে, আপনি নিজে গোল করুন বা অন্য কাউকে দিয়ে গোল করান, পা দিয়ে গোল করুন অথবা কান বা নাক দিয়ে, আসল করা হল দলের জয়৷ বিপক্ষের জালে বল জড়ানো এবং ম্যাচ জয়, এগুলিই হল আসল বিষয়৷ ম্যাচটা জিতে মাঠ ছাড়তে পারায় আমি ভীষণ খুশি৷’

বাংলা৭১নিউজ/এসবিএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com