সোমবার, ১৭ জুন ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’

নির্মাণ কাজ বন্ধ করে দিলো এলাকাবাসী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ২৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ মরানদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনসেড ভবন মেরামতের কাজে  নি¤œমানের নির্মানসামগ্রী ব্যবহার করায় তা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে মেরামতের কাজে ৩য় শ্রেনীর ইট, বালু বেশি সিমেন্ট কমসহ ১৬ এমএম ঢেউটিনকে রং দিয়ে ৪৬ এমএম বানিয়ে টিনসেড ঘরের চালে লাগানোর সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারের লোকজন ছাড়া তত্ত্বাবধানের দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির কোন কর্মকর্তা বা কর্মচারীকে ওই এলাকায় পাওয়া যায়নি। এলাকা বাসীর অভিযোগ, এলজিইডির কর্মকর্তাদের যোগসাজসে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রাক্কলন বহিভুত কাজ করছে। বর্তমানে স্কুল ভবনের নির্মান কাজ বন্ধ রয়েছে।

 

 

জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে এলজিইডির তত্ত্ববধানে ৮ লাখ ৯শত টাকা বরাদ্দের বিপরীতে দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনসেড ভবন মেরামতের জন্য দরপত্র আহবান করা হয়। সে অনুযায়ী মের্সাস সাগর কনস্ট্রাকশন, নাগেশ্বরী, কুড়িগ্রাম ২৭% ছাড়ে কাজটি করার জন্য ৫ লক্ষ  ৯০ হাজার ৫৭০ টাকা চুক্তি সম্পাদন করে। চুক্তি অনুযায়ী ২৫/১/২০১৮ তারিখ কাজ শুরু হয় এবং ১১/৫/২০১৮ তারিখের মধ্যে কাজ শেষ করার থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান অদ্যবধী কাজটি শেষ করতে পারেনি। কিন্তু ২৭/৫/২০১৮ ইং তারিখে প্রথম কিস্তির ২ লাখ ৭০ হাজার ৩১২ টাকা বিল উত্তোলন করে সাগর কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী গোলমা মোস্তফা। নিধারিত সময়ে কাজ শেষ করতে না পেরে শেষে তাড়াহুড়া করে নি¤œমানের নির্মানসামগ্রী দিয়ে কাজ করার চেষ্টা করে। পরে এলাকাবাসীর তোপের মূখে কাজ বন্ধ করতে বাধ্য হয়।

এ প্রসঙ্গে সাগর কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী গোলমা মোস্তফা’র সাথে কথা হলে তিনি জানান, সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেয়ার দায়িত্ব উপজেলা প্রকৌশলীর। আমার করার কি আছে।

স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ছাইয়েদুল হক, ম্যানেজিং কমিটির সদস্য আন্জু আরা, শাহালম, আব্দুল লতিফ জানান, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কোন অফিসার কাজ পরিদর্শনে আসেন না। তাই ঠিকাদারের লোকজন নিজের ইচ্ছামত কাজ করছে। আমরা বাধা দেওয়ায় তারা কাজ বন্ধ করে পালিয়ে যায়।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে নি¤œমানের ঢেউটিন সরিয়ে প্রাক্কলন অনুযায়ী ঢেউটিন লাগানোর জন্য বলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম যোগসাজসের কথা অস্বীকার করে জানান, তদন্ত পূর্বক প্রাক্কলন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com