বাংলা৭১নিউজ ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন আরও পাঁচশ’ বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করেছে। পেন্টাগন দেশটির সংসদকে জানিয়েছে, ২০১৭ সালে কয়েকটি দেশে মার্কিন সামরিক হামলায় প্রায় পাঁচশ’ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন যুদ্ধকামী নীতির প্রভাবে এসব মানুষের প্রাণহানি ঘটেছে। মার্কিন টিভি চ্যানেল সিএনএন এসব তথ্য জানিয়েছে।
টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ও ইয়েমেনে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। দাবি করা হয়েছে, আফগানিস্তানে তালেবান এবং ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তারা। তবে দুই দেশের নিরপেক্ষ বিশ্লেষকরা দীর্ঘ দিন ধরে বলে আসছেন, তালেবান ও আল-কায়েদাকে নানাভাবে সহযোগিতা করছে আমেরিকা।
পেন্টাগনের প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, সোমালিয়া ও লিবিয়ায় তাদের হামলায় কয়জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে সে সম্পর্কে সঠিক পরিসংখ্যান তাদের হাতে নেই।
ট্রাম্প ক্ষমতায় আসার পর আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও সুমালিয়ায় মার্কিন সামরিক আগ্রাসন বেড়েছে।
নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, মুসলিম দেশগুলোকে দুর্বল করতেই সেসব দেশে নানা অজুহাতে মার্কিন আগ্রাসন চালানো হচ্ছে এবং নিহত বেসামরিক মানুষের সংখ্যা মার্কিন ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি। সূত্র: পার্সটুডে।
বাংলা৭১নিউজ/জেএস