শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

পরীক্ষার মধ্যে ফিলিস্তিনে স্কুলে ইসরাইলি বোমা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, এমন সময় গাজা উপত্যকার একটি স্কুলে বোমা নিক্ষেপ করেছে ইসরাইলি বিমানবাহিনী।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

তারা জানিয়েছে, দির আল বালাহ অঞ্চলের আব্দুল্লাহ বিন রাওয়াহাহ স্কুলে শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল, তখনই সেখানে বোমাবর্ষণ শুরু হয়। কিন্তু ভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী তাতে হতাহত হয়নি।

ইসরাইলি এ হামলার নিন্দা জানিয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাতেও ইসরাইল দ্বিধাবোধ করে না।

মঙ্গলবার গাজা উপত্যকায় প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদের ৩৫ সামরিক স্থাপনা এবং টানেলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। এর মধ্যে কেবল হামাসেরই ২৫টির বেশি সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

গত ১২ বছর ধরে গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। সেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ওষুধ সামগ্রী প্রবেশেও বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, হামাস ও ইসলামিক জিহাদের রকেট হামলার পাল্টা জবাব দিয়েছে তারা।

মঙ্গলবার দিনভর ৭০টির বেশি ফিলিস্তিনি রকেট ইসরাইলের দিকে ছু্টে গেছে। দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা তার মধ্যে কয়েকটি ভূপাতিত করতে পেরেছে।

সোমবার গাজা উপত্যকায় ইসরাইলি সীমান্তের কাছে এক ফিলিস্তিনি গেলে তাকে হত্যা করেন ইহুদিবাদী সেনারা। এর একদিন আগে রোববার ইসরাইলি ট্যাংকের গোলায় আরও তিনজন নিহত হয়েছেন।

এভাবে একের পর এক নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে অবৈধ রাষ্ট্র ইসরাইলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করে প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদ।

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের নিজেদের বসতবাড়িতে ফেরার বিক্ষোভের উত্তেজনার মধ্যে মঙ্গলবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল।

গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে ১২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার।

১৯৪৮ সালে ইহুদি সশস্ত্রগোষ্ঠীর হামলায় সাড়ে সাত লাখ আরব অধিবাসী নিজেদের ভিটেমাটি থেকে বিতাড়িত হন। পার্শ্ববর্তী আরব দেশ, অধিকৃত পশ্চিমতীর ও অবরুদ্ধ গাজা- এসব আরবরা শরণার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করছেন।

চলতি মাসের ১৪ তারিখে ইসরাইলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা।

এদিন ইসরাইলি স্নাইপাররা ৬২ নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করে। এতে এখন পর্যন্ত কোনো ইসরাইলি সেনা হতাহত হয়নি। সূত্র : এরাবিয়ান জার্নাল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com