বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: এবার যশোরের বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর ভাটার আমতলা এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে রাজণ আহমেদ (৩২) নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশের দাবি। নিহত রাজন যশোরের চৌগাছা উপজেলার দিঘরসিঙহা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনজুরুল ইসলাম জানান, যশোর-মাগুরা মহাসড়কের সেকেন্দারপুর ভাটার আমতলায় একটি মেহগনিবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন ধরনের খবর পেয়ে ভোর রাতের দিকে সেখানে হাজির হয় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে নিহত রাজন আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্দার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করে।
হাসপাতালে ওই যুবকের লাশ আনা হয় ভোর সাড়ে চারটার দিকে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার এম আব্দুর রশিদ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস