বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আনিসুর রহমান (৪২) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কলারোয়ার পাকুড়িয়া গ্রামের সুরত আলির ছেলে তিনি। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পিপলাপোলের মাঠ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। পুলিশের দাবী, সে মাদক ব্যবসায়ী। মাদকের ভাগাভাগি নিয়ে সংর্ঘষের জেরে গোলাগুলির মধ্যে মারা গেছে আনিসুর। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান জব্দ করা হয়েছে।
তবে নিহত ব্যক্তির স্ত্রী নাজমা বেগমের দাবি তার স্বামীকে ২৮ মে সোমবার সকালে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা। পরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার দিবাগত রাত সোয়া ২ টায় তার কাছে খবর আসে যে, দেয়াড়া ইউনিয়নের পিপলাপোলের মাঠে মাদক চোরাচালানিদের দুটি বিবদমান গ্রুপ মাদক ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলি করছে। এরপর খোরদো পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম একদল পুলিশ সদস্য নিয়ে সেখানে পৌঁছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ওসি জানান, কিছুক্ষণ পর গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার নাম আনিসুর রহমান । সে কলারোয়ার পাকুড়িয়া গ্রামের সুরত আলির ছেলে । তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলায় ১০টি মামলা রয়েছে।
এদিকে নিহতের স্ত্রী নাজমা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামীকে সোমবার সকালে বাড়ি থেকে সাদা পোশাকধারীরা তুলে আনার পর তিনি কলারোয়া থানা ও খোরদো পুলিশ ক্যাম্পে খোঁজ নেন। তাকে জানানো হয় পুলিশ তাকে আটক করেনি। তিনি বিষয়টি নিয়ে প্রথমে কলারোয়ায় ও পরে সাতক্ষীরায় একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন। রাতে কলারোয়া থানায় একটি জিডি করতে গেলে পুলিশ সেটি না নিয়ে বলেছে একটু দেরি করতে।
তবে ওসি বলেন, তিনি এ সম্পর্কে আর কিছু জানেন না। নিহত আনিসুরের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস