বাংলা৭১নিউজ, ঢাকা: ‘শৈশবই হলো শিশুদের প্রোগ্রামিং শিক্ষার শ্রেষ্ঠ সময়, শিশুরাই হবে প্রোগ্রামার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভা শনিবার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে।
এসময় স্ক্র্যাচ প্রোগ্রামিং এর উপর ট্রেনিং ও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের উপর প্রেজেন্টেশন ও প্রশ্ন উত্তর পর্বৃ পরিচালনা করেন সিসিওয়াইপি এর কনভেনার নুরুচ্ছাফা শিমুল। এ পর্বে স্পিকার ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিস্টেম এ্যানালিষ্ট হাসান আল-মামুন। তিনি তথ্যপ্রযুক্তির দুনিয়া শিশুদের প্রোগামিং শেখার গুরুত্ব তুলে ধরে ব্ঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপনের ফলে বাংলাদেশ কি পরিমান আয় করতে পারবে সে বিষয় আলোচনা করেন। এছাড়াও শৈশবই শিশুদের প্রেগ্রামিং শেখার শ্রেষ্ঠ সময় এবিষয়য়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপনের ভিডিওচিত্রসহ উপস্থাপন করেন প্রযুক্তিবিদ সিঙ্গাপুর টেলিকমিনিকেশন লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার কাজী হাফিজ আল হাসান।
সভায় প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন’র চেয়্যারম্যান গোলাম সারোয়ার মানিক বলেন ‘‘ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের যাত্রা। আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ, শীঘ্ররই আমরা উন্নত দেশ হিসাবে বিশ্বের কাছে মাথা তুলে দাড়াঁবো। আমাদের দেশের শিশুরাই সেই কাজটি করবে। মুলত প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন মোস্তাফা জব্বার স্যারের দেখিয়ে দেওয়া পথ অনুস্বরন করে এগিয়ে যাচ্ছে।
প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক ডাঃ তানজিবা রহমান বলেন, আমরা প্রতিটি শিশুকেই প্রোগ্রামার বানাবো, প্রতিটি শিশুরই ডিজিটাল শিক্ষার অধিকার রয়েছে।
ঢাকা সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলমগীর হোসেন হেলাল বলেন, ডিজিটাল ডিভাইসে শিশুরা যখন পড়াশোনা করবে তখনই শিশুদের প্রোগ্রামিং শেখাটা আরো সহজ হবে।
অনুষ্ঠানেআরো উপস্থিত ছিলেন সবদার আলী স্কলাস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোসফিকা খানম, বাংলাদেশ ডিজিটাল স্কুল এসোসিয়েশন সভাপতি মীর আব্দুর মালেক বিসিএফডিএফ এর প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন রিমন, ময়ুরপঙ্খী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান রুহিম সুমন, ষোলোআনা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুর্শিদা মীম, আইসিটি ট্রেইনার সাইদুজ্জামান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, ব্যপ্টিষ্ট স্কৃলের প্রধান শিক্ষক মমতা বৈরাগী। নির্ভীক সংবাদের প্রতিষ্ঠাতা একরামুল হক আসাদ, বিসিএফডিএফ’র প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন রিমন। বি.এম স্কুলের প্রধান শিক্ষক বশির আহম্মেদ। প্রথম পর্বের আলোচনা শেষে দ্বিতীয় পর্বের প্রেজেন্টেশন পর্বের শেষে সরদার গোলাম রসুলের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আইটি পল্লীর ভাইস চেয়্যারম্যান নাছির উদ্দিনসহ ডাটা স্যফ্ট, গোল্ডেন সিস্টেম এর প্রধানগণ।
এছাড়াও অনুষ্ঠানে শতাধিক স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিশু সাহিত্যিক জসিম উদ্দিন জয়।
বাংলা৭১নিউজ/জেএস