বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামে রবিবার সকালে ও শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় অন্তত ১২টি বাড়ি ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় লুটপাটকারীদের হামলায় ৪ নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুই নারীকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে এলাকার সামাজিক মতব্বর আকামত শেখ, সাত্তার বিশ্বাস এর সাথে প্রতিপক্ষ শরিফুল, রৌফ-এর বিরোধ চলে আসছে। এ বিরোধের সুত্র ধরে শনিবার বিকেলে ঘর তোলা নিয়ে আকামত, সত্তার পক্ষীয় আহম্মদ এর সাথে শরিফুল রৌফ সমর্থিত খিলাফতের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের সুত্র ধরে শনিবার রাত ১০টার দিকে রৌফ-শরিফুলের নেতৃত্বে শতাধিক ব্যক্তি আকামত-সাত্তারসহ তার সমর্থকদের ১২টি বাড়িতে লাঠিশোঠা, ধারালো অস্ত্র, ইট পাটকেল নিয়ে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। রাতের আঁধারে অতর্কিত এ হামলায় পুরুষ সদস্যরা ভয়ে বাড়ি ছেড়ে পালি গেলে হামলাকারীরা রাতে ও রবিবার সকালে ব্যাপক লুটপাট চালায়।
এ সময় তাদের হাতে ৪ নারীসহ ৫ জন আহত হয়। হামলায় আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুই নারীকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায় দুই পক্ষের, অধিপত্য নিয়ে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/জেএস