বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৮ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহদ-বিন-আমিন চৌধুরী আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এদিন মোহাম্মদপুর থানায় দায়ের করা পৃথক নয় মামলায় ৭৮ আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন পৃথক নয় জন কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।
এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেনেভা ক্যাম্পে অভিযান চালায় র্যাব। র্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৩ জনকে আটক করে র্যাব। এর মধ্যে ৭৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাকিদের র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন। ক্যাম্পে প্রবেশের প্রধান ছয়টি প্রবেশমুখসহ সব পথ বন্ধ করে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের শুরু থেকে এ ক্যাম্প ঘিরে গোয়েন্দা নজরদারি চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে বিশেষ ওই অভিযান চালানো হয়। র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের ৩৬টি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে র্যাবের ডগ স্কোয়াড এবং বোম্প ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ছিলেন। প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে পুরো ক্যাম্পেই তল্লাশি চালানো হয়।
বাংলা৭১নিউজ/জেএস