বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের তেঘর চারমাথা এরাকায় মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে মাসুম হোসেন(২৬) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষের দুবৃর্ত্তরা। নিহত মাসুম তেঘর শেখপাড়া এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে শনিবার ভোর রাতে তেঘর চারমাথা এলাকায় তাকে গলাকেটে হত্যা করে প্রতিপক্ষের দুবৃর্ত্তরা। মাসুমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে না পারলেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস