বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধ্র করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার ভরতপুর বিলের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলিফ উপজেলার আদগ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। সে লক্ষীকোল বাজারের একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিল।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সৈকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদিকে নাটোরের নলডাঙ্গায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আসকান আলী উপজেলার নলডাংগা পৌরসভার হলুদঘর গ্রামের মৃত আব্দুস শুকুর মরদারের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন খন্দকার জামান, রোববার (২০ মে) রাত থেকে আসকান আলী নিখোঁজ হন। সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/জেএস