শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর

ট্রিবিউন কর্মকর্তা নাজিমের মৃত্যুর মামলায় ড্রাইভার ও হেলপার রিমান্ডে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ১৫৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা মো. নাজিম উদ্দিনের মৃত্যুর মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রনব কুমার হুই এ রিমান্ডের এ আদেশ দেন। এদিন আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শ্রাবণ সুপার বাসের ড্রাইভার মো. ওহিদুল ও মনজিল এক্সপ্রেস বাসের হেলপার মো. কামাল।

এর আগে চলতি মাসের ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রবাড়ী থানার এসআই ইকবাল হোসেন আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন রিমান্ড শুনানি না করে আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা প্রায়ই বেপরোয়া ও দ্রুত গতিতে গাড়ি চালিয়ে থাকে। ঘটনার দিনেও বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ওই ঘটনা ঘটিয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং পলাতক আসামির নাম-ঠিকানা সংগ্রহসহ ঘটনার মুল রহস্য উদঘাটনের লক্ষে আসামিদের রিমান্ড প্রয়োজন।

আদালত সূত্র জানায়, চলতি মাসের ১৭ মে সকালে শ্যামপুর থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে নাজিম উদ্দিন দুর্ঘটনার শিকার হন। মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতেই মঞ্জিল ও শ্রাবণ পরিবহনের দুটি বাস বেপরোয়াভাবে একে অপরকে অভারটেক করার প্রতিযোগিতা শুরু করে।

এক পর্যায়ে শ্রাবণ পরিবহনের বাসটি নাজিম উদ্দিনের মোটরসাইকেলটিকে পেছন  থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটারসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর ওই সময় বাসটি তার বুকের ওপর দিয়ে চলে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার রাতেই নাজিম উদ্দিনের ভায়রা আবদুল আলিম বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলাটি দায়ের করেন। ১৮ মে আসামিদের গ্রেফতার করে পুলিশ। ওইদিনই আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com