বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: ডেমোক্রেসী ইন্টার ন্যাশনাল কতৃক সুপারিশকৃত জয়পুরহাট পৌরসভার উদ্যোগে ড্রেন নির্মানের মাধ্যমে ৬নং ওয়ার্ডের ধান সেরা মাঠসহ আশ পাশের এলাকার জলাবদ্ধতা নিরসন হওয়ায় স্থানীয় রাজনীতিবিদ ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট ফুট-বে চাইনিজ রেষ্টুরেন্টে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল আযোজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ফজলুর রহমান।
জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড: নাফিজুর রহমান পলাশ,সাবেক কাউন্সিলর গোলজার হোসেন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ার্যান, জাহেদা কামাল,পাচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যানদৌলতুন নাহার দোলন,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, আওয়ামীলীগ নেত্রী নাসিমা আক্তার,সাবিনা আকতারচৌধুরী, মহিলা দলের নেত্রী রুলী চৌধুরী,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখর মজুমদার, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর রাজশাহী বিভাগীয় কর্মকর্তা মাসুদ পারভেজ, সাংবাদিক আবু বকর সি্িদ্দক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুওে মওলা পলাশ প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস