বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: স্বাধীনতার পর এই প্রথম বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করেছেন বেনাপোল কাষ্টম হাউস কর্তৃপক্ষ। গতকাল থেকে ২’শ ৫০ জন রোজাদার পাসপোর্ট যাত্রীর হাতে ইফতার তুলে দেন কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।
কাস্টমস হাউজের উদ্যোগে বেনাপোল আন্তজার্তিক চেকপোষ্টে প্রতিদিন সন্ধ্যায় ইফতারির সময় ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাশপোর্ট যাত্রীদের মাঝে ইফতারি ও ঠান্ডা পানি সরবরাহ করা হয়।
কমিশনার নিজে যাত্রীদের সাথে নিয়ে ইফতার করেন। কাস্টমস হাউজের এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানান সাধারন পাসপোর্টযাত্রীরা।
পাসপোর্ট যাত্রীদের মাঝে এ ইফতারি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দরের ডাইরেক্টর আমিনুল ইসলাম, কাস্টমস এর ডেপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল, জাকির হোসেন, ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম, এছাড়া বন্দরের উর্দ্ধতন কর্মকর্তরা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস