বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালঘর সহ বসতবাড়ির ৪টি ঘর সাথে ২টি গরু ও ৪টি ছাগল। এছাড়া বাড়ির আসবাবপত্র, নগদ ৮০ হাজার টাকা ও অন্যান্য মালামাল গুলোও পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে পড়েছে গৃহকর্তা ভ্যানচালক ফেলা প্রমাণিক। রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দাই গ্রামের তার নিজ বাড়িতে অগ্নিকান্ডে এ ক্ষয়ক্ষতি হয়। গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ওই গৃহকর্তা। অগ্নিকান্ডে ৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, গোয়ালঘরে আগুন ধরার পর তা দ্রুত অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ফেলার পরিবারকে দ্রুত আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস