বাংলা৭১নিউজ,খেলাধুলা ডেস্ক: বিশ বছর আগে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল৷ একঝাঁক তারকাসমৃদ্ধ ফ্রান্স এবারও শিরোপা জেতার অন্যতম প্রধান দাবিদার৷ সমর্থকরা অন্তত সেমিফাইনাল আশা করছেন৷
৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অধিনায়ক ছিলেন আজকের ফ্রান্স কোচ দিদিয়ে দেশঁ৷ ছয়বছর ধরে তিনি দলের দায়িত্বে আছেন৷ তাঁর নেতৃত্বে ফ্রান্স ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে রানারআপ হয়েছিল৷
দল নির্বাচন করতে গিয়ে দিদিয়ে দেশঁ যে ধরনের সমস্যায় পড়বেন, তেমন সমস্যায় পড়তে চাইবেন অন্য যে কোনো দেশের কোচও৷ কারণ কাকে বাদ রেখে, কাকে সেরা এগারোতে রাখবেন, তা দেশঁর মাথাব্যাথার কারণ হতে পারে৷
ফ্রান্স দলে তারকাদের ছড়াছড়ির কারণে দেশটির সমর্থকদের প্রত্যাশা, তাদের দল অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে৷
তবে তার আগে ‘গ্রুপ সি’ পেরোতে হবে ফ্রান্সকে৷ অপেক্ষাকৃত সহজই হতে পারে তা৷ একমাত্র ডেনমার্কই কিছুটা হুমকি মনে হতে পারে৷ বাকি দুই দল হচ্ছে অস্ট্রেলিয়া ও পেরু৷
এবার পজিশন অনুযায়ী ফ্রান্স দলের অবস্থা দেখে নিন:
গোলরক্ষক
প্রথম পছন্দ অবশ্যই হুগো লোরিস৷ যদিও বাছাইপর্বের খেলায় কলম্বিয়া ও সুইডেনের বিরুদ্ধে তিনি দুটো হাস্যকর ভুল করেছিলেন৷ টটেনহ্যামের হয়েও তেমন কিছু ভুল আছে তাঁর৷ পরবর্তী পছন্দ হিসেবে থাকবেন মার্সেই-এর স্টিভ মানদানদা ও পিএসজির আলফোন্সে আরেওলা৷
রক্ষণভাগ
সেন্টার ব্যাক হিসেবে দেশঁর পছন্দে থাকবেন চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতা থাকা রেয়াল মাদ্রিদের রাফায়েল ভারানে ও বার্সেলোনার উমতিতি৷
মধ্যমাঠ
এই অবস্থানে সবচেয়ে বড় নাম পাউল পগবা৷ যদিওম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ মরসুমটি তেমন ভাল কাটেনি তাঁর৷ তবে তিনি যে আসলেই বিশ্ব সেরাদের একজন বিশ্বকাপে তা দেখানোর সুযোগ পাবেন তিনি৷ মাঝমাঠে পগবার সঙ্গে চেলসির কান্তে ও ইয়ুভেন্তুসের মাতুইদির থাকার সম্ভাবনা বেশি৷ আর রিজার্ভ হিসেবে থাকতে পারেন বায়ার্নের তোলিসো৷
ফরোয়ার্ড
এই অবস্থানে দেশঁর পছন্দ অ্যাটলেটিকোর গ্রিজমান ও চেলসির জিরু৷ আরও আছেন পিএসজির এমবাপে, বার্সেলোনার ডেম্বেলে৷
বাংলা৭১নিউজ/সূত্র:এপি/জেডএইচ