বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে পত্রিকা পড়তে না দেয়ায় এক কাপড়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও দোকান মালিককে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১১টারদিকে শহরের মেইন রোডে মোস্তফা বসস্ত্রালয়ে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, শহরের সজল মার্কেটের কাপড় ব্যাবসায়ী আলহাজ্ব গোলাম মোস্তফা তার দোকানের পার্শ্বের এক দোকানে বসে পত্রিকা পড়ছিল। এসময় শহরের সিএসডি গেইট (কলসা) মহল্লার মৃত কাউছারের ছেলে জুম্মা (৩৫) মোস্তফার কাছে পত্রকাটি পড়ার জন্য চায়।
উত্তরে কাপর ব্যবসায়ী মোস্তফা বলেন, পত্রিকা আমার না। একথা বলার সাথে সাথে জুম্মা তাকে কিলঘুষি মেরে সাশিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ধারালো হাসুয়া নিয়ে ওই কাপর ব্যবসায়ীর ওপর হামলা চালাতে এলে কাপর ব্যবসায়ী জীবন বাঁচাতে পালিয়ে যায়।
এসময় তাকে না পেয়ে তার দোকান ভাংচুর করে ক্যাস থেকে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দোকান মালিক জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হাসুয়া উদ্ধার করে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানাগেছে।
বাংলা৭১নিউজ/জেএস