বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বলিদাহ গ্রামে বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে সুমনা বেগম (২৭) নামে এক কন্যা সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঝিকরগাছা নিশ্চিন্তপুর গ্রামের সহিদুল ই্সলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ বছর আগে শার্শার বলিদাহ গ্রামের মোবারক হোসেনের ছেলে উজ্বলের সাথে বিয়ে হয় শিয়ালকোনা গ্রামের সুমনা খাতুনের। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এরই মধ্যে বিভিন্ন সময়ে পারিবারিক কলহে তার উপর নির্যাতন করে আসছিল স্বামীসহ পরিবারের সদস্যরা।
সম্প্রতি নির্যাতনে তার গর্ভের একটি সন্তান নষ্ট করে দেয়া হয় বলে অভিযোগ নিহতের স্বজনদের। বৃহস্পতিবার রাতে তার উপর চালানো হয় অমানষিক নির্যাতন। এক পর্যায়ে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের একটি দল।
নিহতের মা সাহিদা খাতুনসহ স্বজনরা বলেন, সুমনাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। সরকারের কাছে উজ্বলের ফাঁসি দাবি করেন তারা। হত্যাকারীদের পক্ষে জমি লিখে দেয়াসহ ১০ লাখ টাকা নিয়ে হত্যা ঘটনা চেপে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান নিহতের মামা শিক্ষক শওকত আলী ও বরকত আলী।
শার্শা থানার ওসি মসিউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে হত্যা নাকি আতœহত্যা। তবে তারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় শার্শা থানার পুলিশ।
তবে স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল মোটা অংকের দেনদরবারে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছেন। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন স্বজনরা।
বাংলা৭১নিউজ/জেএস