বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের পুঁজিবাজার চাঙ্গা করতে শিগগিরই পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী মাসে বাজেট ঘোষণার পর পুঁজিবাজারের বড় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দীর্ঘমেয়াদি অর্থায়নবিষয়ক এক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের পর পুঁজিবাজার চাঙ্গা করতে এ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বসব। আগামীতে ব্যাংকিং খাত নয়, পুঁজিবাজারই হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম জায়গা।
অর্থমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর এবং বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফান পুঁজিবাজার সংস্কারের তাগিদ দেন।
কিমিয়াও ফান বলেন, দেশের জন্য দীর্ঘমেয়াদি পুঁজিবাজার, একটি দীর্ঘমেয়াদি অর্থায়ন কৌশল গ্রহণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর বলেন, অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন নিয়ে চ্যালেঞ্জের মুখে আছে। দীর্ঘমেয়াদি সঞ্চয় নিয়েও সমস্যা আছে।
বাংলা৭১নিউজ/জেএস