বাংলা৭১নিউজ, রংপুর: রংপুর মহানগরের লালবাগে এক হিন্দু নিরাপত্তা কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।
রোববার রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত অতুল চন্দ্র (৫০) নগরীর খটখটি এলাকার বাসিন্দা। তিনি পূবালী ব্যাংকের একটি এটিএম বুথের নিরাপত্তা কর্মী ছিলেন।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, অতুল সাইকেলে করে বাড়ি ফেরার পথে লালবাগে কৃষি খামারের পাশে দুবৃত্তরা তার পথ আটকায়।
“তাদের মধ্যে ধস্তাধস্তির সময় দুবৃত্তরা অতুলের দুই হাত ও বুকে কোপ মারে।”
অতুলের চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুবৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
আহত অবস্থায় হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজি/এএম