বাংলা৭১নিউজ, ঢাকা: গ্রেপ্তার সংক্রান্ত আপিল বিভাগের নির্দেশনা না মেনে খুলনা সিটি করপোরেশন এলাকায় বিএনপির কোনো কর্মী, ভোটার, সমর্থক গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমাবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশারাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি আ্যর্টনি জেনারেল মোতাহার সাজু গণমাধ্যমকে বলেন, আপিল বিভাগের নির্দেশনার আলোকে কাউকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ ও রুল জারি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস