বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা দিয়ে আমদানি করা ১ ট্রাক ভারতীয় শাড়ি-থ্রিপিচও কসমেটিকস এর বড় একটি চালান আটক করেছে শুল্ক কর্মকর্তারা। ফিটকিরি ঘোণা দিয়ে শাড়ি-থ্রিপিচও কসমেটিকস আমদানি করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দরের ৩৪ নম্বর শেড’র সামনে ভারতীয় ট্রাক থেকে পন্য গুলো বন্দর শেডে আনলোড করার সময় কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর নির্দেশে পণ্যবোঝাই ট্রাকটি আটক করে কাস্টমস হাউজে আনা হয়। আজ শুক্রবার বিকেলে ট্রাক বোঝাই চালানটি কায়িক পরীক্ষা করা হয়।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকার ফারদিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে বাংলাদেশি এক আমদানিকারক ভারত থেকে ৩০০ প্যাকেজ (১৫ মেট্রিক টন) ফিটকিরি আমদানির জন্য গত ৪ এপ্রিল ব্যাংকে এলসি খোলেন। এলসি নম্বর-১৮৯১১৮০১০০৫৬। পণ্যচালানটি নিয়ে ভারতীয় একটি ট্রাক (ডাব্লিউ-বি-২৩-এ-৩২৭৩) বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার মেনিফেস্ট নম্বর-১৮৫৪৭।
কিন্তু পণ্য চালানে ফিটকিরির নামে উন্নত মানের শাড়ি, থ্রিপিচ ও কসমেটিকস আমদানি করা হয়েছে- এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টম হাউসের ইনভেস্টিগেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের একটি দল বন্দরের ৩৪ নম্বর শেডে (গুদাম) অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকটি জব্দ করে।
পরে ট্রাকের মধ্যে প্রাথমিক তল্লাশি করে ফিটকিরির বদলে উন্নতমানের শাড়ি-থ্রিপিচ ও কসমেটিকস চালান দেখতে পাওয়া যায়। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করায় পণ্য চালানটি আটক করা হয়েছে। আটক পণ্য চালানের মূল্য দেড় কোটি টাকা হবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, রোববার তদন্ত করে কারা এবং কোন সিএন্ড এফ এজেন্টস কার্গো শাখায় ট্রাকটি রিসিভ করেছিল জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পন্য চালানে ৭০ লাখ টাকার রাজস্ব ফাকি দেয়া হচ্ছিল বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
বাংলা৭১নিউজ/জেএস