বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পাশ করা তৃষা রানী পাল প্রিয়া (১৫) নামের এক স্কুল ছাত্রী বাজারে কাপড় কিনতে গিয়ে রহস্যজনক নিখোঁজ হয়েছে। সে আদমদীঘি তালসন পালপাড়ার সত্যেন চন্দ্র পালের মেয়ে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা থানায় একটি জিডি করেন।
জানা যায়, তৃষা রানী পাল প্রিয়া আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবার পাশ করেছে। সে গত বৃহস্পতিার বিকেল ৫টায় কাপড় কেনার জন্য বাড়ী থেকে বাজারে আসার পর আর বাড়ী না ফিরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়।
তার পরিবার আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও নিখোঁজ প্রিয়ার কোন সন্ধ্যান না পাওয়ায় গতকাল শুক্রবার থানায় এই জিডি করেন। থানার ডিউটি অফিসার এএসআই আবু হাসান বিষয়টি নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/জেএস