বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় ১ লাখ মার্কিন ডলারসহ ২ আন্তর্জাতিক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বিজিবি ।
আটক মুদ্রাপাচারকারীরা হচ্ছে, মওলা বক্স (৩৫) বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মুসা মল্লিকের ছেলে এবঙ ও আলমগীর হোসেন (৪০) বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।
জব্দকৃত ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা সমমানের।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মামুনার রশিদের নেতৃত্বে বিজিবির একটি টহলদল রঘুনাথপুর স্বরবাংহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে মাওলা বক্স ও আলমগীরকে আটক করে। তারা ভারত থেকে চোরাপথে বাংলাদেশে আসছিলেন। পরে ওই দুইজনের দেহ তল্লাশি করে ১ লাখ মার্কিন ডলার পাওয়া যায়।
আটক দুইজনের নামে বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দিয়ে উদ্ধার করা মার্কিন ডলারসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল আরিফুল।
বাংলা৭১নিউজ/জেএস