বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারকালে বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে ২ কেজি ৭৪০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় তিন নম্বর ঘিবা এলাকার জোড়া ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘিবা সীমান্তের জোড়া ব্রিজের নিচে প্লাস্টিকের কাগজে মোড়ানো দুটি প্যাকেট তল্লাশি করে ২৪টি সোনার বার পাওয়া যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী তার সোনার ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার করা সোনার ওজন দুই কেজি ৭৪০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি সতের লাখ বিরাশি হাজার টাকা।
উদ্ধার করা সোনার বার যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লে. কর্নেল আরিফুল। এ ঘনটায় বেনাপোল পোট থানায় একটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস