শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ধান মাড়াই মেশিনে কাপড় জড়িয়ে মহিলার মৃত্যু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৯ মে, ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির কেশরতা গ্রামে ইরি ধান মাড়াই (হপার) মেশিনে কাপড় জড়িয়ে আলতাফুন নেসা (৪২) নামের এক মহিলা নিহত হয়েছে। সে ওই গ্রামের ইসমাইল হোসেনের ২য় স্ত্রী।

জানা যায়, গতকাল সোমবার বিকেল ৪টায় কেশরতা গ্রামের ইসমাইল হোসেন বাড়ীর পার্শ্বে খোলা জায়গায় জনৈক রফিকুল ইসলামের ধান মাড়াই (হপার) মেশিনের সাহায্যে ইরি ধান মাড়াই করছিল। এসময় ইসমাইল হোসেনের ২য স্ত্রী আলতাফুন নেসা ধান মাড়াই হপার মেশিনে ধানের গোছা (আটি) প্রবেশ করে দেয়ার সময় তার পড়নের কাপড় মেশিনে জড়িয়ে মারাত্মক ভাবে জখম হয়। তাকে মূমূর্ষ অবস্থায় আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলতাফুন নেসাকে মৃত ঘোষনা করেন। ওসি তদন্ত কিরন চন্দ্র রায় ঘটনা নিশ্চিত করেন।

বাড়ীতে হামলা মারপিট ও শস্লীলতাহানির অভিযোগে ৪জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার আদমদীঘির তিলছ সিতাহার গ্রামে বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করে মারপিট, লুট ও নারীর শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। গত ৭ মে আদমদীঘির তিলছ সিতাহার গ্রামের আব্দুল মজিদ সরকারের মেয়ে মুরশিদা বেগম বাদি হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহাভুক্ত আসামীরা হলো তিলছ সিতাহার গ্রামের মোস্তফা (৪০), মাসুম (২১), নছির সরকার (৬০) ও সাহারপুকুর গ্রামের শামিম (২৮)।

মামলা সুত্রে প্রকাশ, গত ৭ মে বেলা সাড়ে ১০টায় পূর্বশক্রতাবসত এজাহাভুক্ত আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদিনীর বাড়ীতে অনাধিকার প্রবেশ করে বাদিনীকে এলোপাতারি ভাবে মারপিট করে শ্লীলতাহানি ঘটায়। এসময় বাদিনীর ফুপু সাহিদা, আলেমা ও বোন লাখি এগিয়ে এলে তাদেরকেও মারপিটে মারাত্বক জখম করে হামলাকারিরা বাদিনীর গলা থেকে ৪৮ হাজার টাকা মূল্যের সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালায়। পরে আহত বাদীনিসহ ৪ নারীকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্তকারি উপ-পরিদর্শক তহিদুল ইসলাম জানায়, আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘির বশিপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০পিস ইয়াবাসহ আব্দুল্লাহ ওরফে ডলার (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সে ওই গ্রামের বশিপুর পশ্চিম লকো কলোনীর মাসুদ আকন্দের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে আব্দুল্লাহ ওরফে ডলার নামের ওই মাদক ব্যবসায়ীর বাড়ীতে তার দেহ তল্লাশি করে ৮০পিস ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার করেন।

গ্যাসবড়ি সেবনে মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে আব্দুল প্রমানিক (৬৫) নামের এক ব্যক্তির বিষাক্ত গ্যাসবড়ি সেবনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। সে আদমদীঘির চাঁপাপুর ইউপির গোবিন্দপুর পশ্চিমপাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর পারিবারিক কলহের জেরধরে আব্দুল প্রামানিক বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে অসুস্থ্য হয়ে পড়েন। মূমূর্ষ অবস্থায় তাকে প্রথমে দুপচাঁচিয়া ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১২টায় মারা যায়। পরদিন গতকাল বুধবার দুপুরে লাশ বাড়ীতে নিয়ে নেয়া হয়েছে। আদমদীঘি থানার ওসি তদন্ত কিরন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com