শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: জামায়াত আমির রাজধানীতে ‘হট্টগোল শিশু উৎসব’ শুরু ৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ১৬৩টি, জমা ৩৮৬ কোটি ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ, আহত ২১

স্টিল জাতীয় পণ্য নিয়ে ভারতীয় জাহাজ ‘মহাদেব’ আশুগঞ্জ নৌবন্দরে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ মে, ২০১৮
  • ৪৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,মোঃ হুমায়ুন কবির ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ১৭শ’ ৩১ মেট্রিক টন স্টিল জাতীয় পণ্য বোঝাই এমভি মহাদেব নামে একটি ভারতীয় জাহাজ আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর এলাকায় এসে পৌঁচ্ছে। তবে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ এখনো শুরু হয়নি। আগামী শনিবার খালাস হয়ে রবিবার ভারতের আগরতলা ত্রিপুরার পালাটন বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

জানা যায়, এমভি মহাদেব নামে একটি ভারতীয় জাহাজ আগরতলা ত্রিপুরা রাজ্যের পালাটান বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ১৭শ’ ৩১ মেট্রিক টন স্টিল জাতীয় পণ্য নিয়ে গত ৩০ এপ্রিল কলকাতার হিদিরপুর নৌবন্টদর থেকে মালামাল লোড করে রওয়ানা দেন। দীর্ঘ ৭ দিন পর ৪শ’ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে আজ ৭মে সোমবার সকালে আশুগঞ্জের নৌবন্দর এসে পৌচ্ছে। এই ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে মালামাল যাবে আগরতলায় পালাটন বিদ্যুৎকেন্দ্রে। এছাড়াও সকল প্রকার মাসুল দিয়েই পণ্য নেয়া হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ১৯৭২ সালের ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় বিভিন্ন সময়ে বাংলাদেশের ভূখন্ডব্যবহার করে মালামাল নিচ্ছে ভারত। এরই ধারাবাহিকতায় এই চুক্তির আওতায় আবারো ত্রিপুরার পালাটন বিদ্যুৎ কেন্দ্রের ১৭শ’ ৩১ মেট্রিক টন ভারতীয় স্টিল জাতীয় পণ্য নিয়ে কলকাতার হিতিরপুর নৌবন্দর থেকে এমভি মহাদেব নামে জাহাজটি ৩০ এপ্রিল রওয়ানা করে। দীর্ঘ ৭ দিন পর ৪‘শ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে আজ ৭মে সোমবার সকালে আশুগঞ্জের নৌবন্দর এসে পৌচ্ছে। তবে সকল আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা জনিত কারনে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে আনা হয়নি এবং নদীর মধ্যে অবস্থন করছে।

এদিকে এই মালামাল বন্দরে আসার পর সকল প্রকার মাসুল দিয়েই আগামী ১৩মে রবিবার সকাল থেকে ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় এই মালামাল সড়ক পথে আশুগঞ্জ নৌবন্দর হয়ে আখাউড়া বন্দর ব্যবহার করে আগরতলায় পণ্য পরিবহন শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ।

লোডিংএর দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্টসি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান জানান, কলকাতার হিতিরপুর নৌ-বন্দর থেকে জাহাজটিতে ৩০এপ্রিল ভারতীয় কলকাতার পালাটন বিদ্যুৎ কেন্দ্রের মালামাল স্টিল জাতীয় পণ্য লোড করা হয়। প্রায় ৭ দিন পর জাহাজটি আজ ৭ মে আশুগঞ্জ নৌবন্দর এসে পৌচ্ছে । কাষ্টমসসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশী ট্রাক ব্যবহার করে পাইপ গুলি আখাউড়া বন্দর হয়ে আগরতলা যাবে।

বিআইডব্লিউটি এ কর্মকর্তা মোঃ শাহআলম জানান, কাষ্টমস কর্তৃপক্ষের সকল প্রকার চার্জ দিয়েই আগামী শনিবার অথবা রবিবার সকাল থেকে পণ্য পরিবহন শুরু হবে। এসময় দু’দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাহাজটির সিল ঘালা উন্মূক্ত করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com