শনিবার, ২৫ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে ‘এ পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে’ দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদাবাজি, যুবক গ্রেফতার পৃথিবীর কাছাকাছি ‘বাসযোগ্য’ নতুন গ্রহ আবিষ্কার বিজ্ঞানীদের জাতিসংঘ শান্তিরক্ষী নিয়ে প্রচারিত তথ্যচিত্রের প্রতিবাদ আইএসপিআরের ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা রেকর্ড গড়ে বড় পতনে সোনা উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পরিচয়ে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২ ছুঁই ছুঁই এমপি আনার হত্যা: অপরাধী হলে শিলাস্তির বিচার চান দাদা ভারতীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের ডলার সংকটে আমদানি কম, রাজস্ব ঘাটতি ৬৭ কোটি ৮৯ লাখ টাকা রামপুরায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু ঢাকায় এসেছেন ‘কুরুলুস উসমান’ খ্যাত অভিনেতা বুরাক আবারও নিজেকে ‘ঈশ্বরের দূত’ বললেন মোদি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ওলামা লীগের মানববন্ধন

রাণীশংকৈলের সুলতানি আমলের মসজিদগুলো সংরক্ষণের দাবী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ মে, ২০১৮
  • ৩৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,আশরাফুল আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাচীন যুগের মসজিদগুলি বাংলাদেশ সরকারকে সংরক্ষণ করা উচিত বলে মনে করছে লেখক, কবি, সাংবাদিকসহ শিক্ষা অণুরাগীরা। এলাকার প্রবীণদের কাছ থেকে জানাগেছে,  মসজিদগুলো সুলতানি আমলেরও আগে নির্মিত হতে পারে। এমসজিদগুলো নিয়ে রয়েছে নানান রুপকথা ও অলেীকিক গল্প কাহিনী।

উপজেলার প্রায় ১কিঃ মিঃ পশ্চিম উত্তরে ক্ষুদ্র বাশঁবাড়ী গ্রামে প্রাচীনযুগের গম্বুুজওলা মসজিদ রয়েছে। সদর থেকে প্রায় ৩কিঃমিঃ উত্তর পূর্বে মীরডাঙ্গী হয়ে মহিসপুর এলাকায় ঐতিহাসিক মসজিদ রয়েছে। মসজিদটি মহলবাড়ী নামে পরিচিত। মসজিদের প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায়-১৫০৫ খৃষ্টাব্দে সুলতান হোসেন শাহের আমলে এটি প্রতিষ্ঠিত। শিলালিপিতে উল্লেখ রয়েছে মসজিদটির প্রতিষ্ঠা ছিলেন, মিয়া মালিক ইবনে মজুমদার। এটি ছিল ৩ গম্বুজ বিশিষ্ট ।

১৯৭১ সালের পূর্বেই মূল মসজিদটি ধবংশ হয়ে যায় এবং সেখানে স্থানীয়রা নতুন ভাবে মসজিদ নির্মান করে। ওই এলাকার ইউপি সদস্য খালেদুর জানান, মসজিদটি অজতনের অভাবে ভেঙ্গে পরে যায়। স্থানীয়রা মসজিদটিকে নতুন করে নির্মান করেছে। তিনি বলেন, মসজিদটি দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা পরিদর্শন করেছে।

উপজেলা থেকে প্রায় ৯কিঃ মিঃ উত্তরে নেকমরদ (ভবানন্দপুরে)  প্রাচীনযুগের গম্বুুজওলা মসজিদ রয়েছে। সেখানে পীর-শাহ নেকমরদের মাজার রয়েছে।

এদিকে হরিপুর উপজেলা সদর থেকে প্রায় ৮কিঃমিঃ দুরে মুন্নাটুলি চৌরাস্তা থেকে বনগাঁওগামী পাকা সড়কের ডান পাশের্^ মেদনীসাগর গ্রামে প্রাচীনযুগের মসজিদ রয়েছে। মসজিদগুলোর নির্মাণ কাজ নিয়ে সঠিক কোন তথ্য না জানা গেলেও  গ্রামবাসী ও এলাকার প্রবীনদের মতে. এটি প্রায় ১৫শ’ থেকে ১৬শতকে নির্মাণ হতে পারে। অনেকের মতে দিল্লীর সুলতান ফিরোজ শাহ’র শাসন আমলে তার কমান্ডার খান গাজী ও হযরত শাহ জালালসহ ৩৬০ জন আউলিয়ার প্রচেষ্টায় সিলেট জয়ের পর সিলেটের শাসক গৌর গোবিন্দকে পরাজিত করে পুত্র হযরত শাহ জালাল  (রাহ:) সিলেট থেকে ইসলাম প্রচারের কাজ শুরু করে।

এ সময় তারা ইসলাম প্রচারের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করে। এলাকার প্রবীনদের মন্তব্য ইসলাম প্রচারের সময় এসব ঐতিহাসিক মসজিদ নির্মান হতে পারে। তবে এটি যে সঠিক তা নাও হতে পারে। এলাকার কিছু মানুষ মন্তব্য করেন মসজিদগুলো গায়েবি মসজিদ। মসজিদগুলো এক কাতার নামে পরিচিত। মসজিদগুলোর আকর্ষণ হচ্ছে বিশেষ ডিজাইনে তৈরী ৩ গুম্বুজ ও চার কোনায় ৮টি মিনার সদৃশ্য গম্বুজ। মসজিদের ছাদ থেকে গম্বুজের উচ্চতা প্রায় ১০ ফুট। দেখতে প্রায় সুলতানি আমলের মিনারের মত। মসজিদগুলোতে একসাথে এক কাতারে ৩০ জন মুসলিম নামাজ আদায় করতে পারে।

বর্তমানে স্থানীয় মসুল্লিরা জায়গার অভাবে মসজিদগুলোর মূলভবনের সামেনের অংশের সাথে সংযুক্ত করে নতুন ভবন সম্প্রসারিত করে জায়গা বৃদ্ধি করেছে।

হরিপুর সাবেক চেয়ারম্যান জহরুল (জফুর) বলেন, আমার ধারণা মতে আমাদের পূর্ব পুরুষদের নিকট শুনেছি এতে মনে হয় যে, এই মসজিদগুলোর বসয় প্রায় ৪-৫ শত বছর হতে পারে। এটি একটি প্রাচীন স্থাপত্যের নিদের্শন। তিনি বলেন, মসজিগুলো স্থানীয় মুসল্লিরা দেখভাল করে এবং মেরামত করে নামাজ আদায় করে। হরিপুর ১নং গেদুরা ইউপি চেয়ারম্যান আঃ হামিদ বলেন, তিনিও শুনেছেন এসব মসজিদ গায়েবি মসজিদ। এর ইতিহাস কেউ বলতে পারেনা। এসব ঐতিহাসিক মসজিদ গুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষণ করা উচিত বলে মনে করছেন স্থানীয়রা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com