বাংলা৭১নিউজ,রাঙ্গামাটি প্রতিনিধি: গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়িবহরে দুর্বৃত্তদের হামলায় তিন জনের পর আরও দুজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জন। খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দু’জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৭ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গামাটির এসপি মো. আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তপন জ্যোতি চাকমা বর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা লিটন চাকমা।
তিনি এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করে বলেন, শক্তিমান চাকমাকে হত্যার পর তপনজ্যোতি চাকমা বর্মাকে হত্যার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে একক সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ইউপিডিএফ একের পর এক খুনের ঘটনা ঘটিয়ে চলেছে।
বাংলা৭১নিউজ/জেড এইচ