বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: চলন্ত ট্রেনে দৃস্কৃতিকারীদের নিক্ষেপ করা পাথরের আঘাতে এক কর্তবরত রেল কর্মকর্তা গুরুতর আহত আহত হয়েছে। আহত রেল কর্মকর্তাকে ঢাকা স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
এঘটনার সাথে জরিতদের শাস্তির দাবিতে সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগ ও স্থানীয় রেল বিভাগের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দ্যোগে প্রতিবাদ মিছিল এবং চলন্ত ট্রেনে পাথর /ঢিল নিক্ষেপ থেকে বিরত থাকতে গনসচেতনামুল র্যালি প্রদিক্ষন করা হয়।
সান্তাহার স্থানীয় রেলওয়ে সুত্রে জানাযায, গত মঙ্গলবার সান্তাহার থেকে খুলনাগামী আন্তঃ নগর রুপসা ট্রেনে যাওয়ার পথে চলন্ত ট্রেনে দৃস্কৃতিকারীদের নিক্ষেপ করা পাথরের আঘাতে কর্তবরত রেলকর্মকর্তা জেটি আই বায়েজিদ গুরুতর আহত হলে তাকে ঢাকা স্কে ায়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বৃহস্পতিার বেলা সাড়ে ১১টায় সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের উদ্দ্যেগে এঘটনার সাথে জরিতদের আইনের আশ্রয়ে এনে স্বাস্তির দাবিতে এবং চলন্ত ট্রেনে পাথর ও ঢির নিক্ষেপ থেকে বিরত থাকতে গনসচেতনামুল র্যালি স্থানীয় জংশন স্টেশন এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে স্থানীয় শ্রমিক লীগ কার্যালয়ে শ্রমিক লীগ নেতা রেজাউল করিম ডালিমের সভাপতিত্বে এক প্রদিবাদ সভা অনুষ্টিত হয়।
এ বক্তব্য রাখেন স্থানীয় রেলওয়ে থানার ওসি আকবর, স্থানীয় ম্রমিক লীগ সভাপতি রেজাউল হক, জেটি আই হাবিবুর রহমান,মামীম হোসেন শাহিন, টিএক্সার জয়নাল,আঃ হান্নান প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস