বাংলা৭১নিউজ, ফেনী: ফেনীর ছালগনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট শুরুর আগেই কেন্দ্র দখল নিয়ে আ.লীগ-বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার ভোর ৬ টায় শুভপুর ইউপির জগন্নাথ সোনাপুর ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ভোরে ভোট কেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থী মোশাররফ হোসেন ও আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
এ সময় গোলাগুলিতে ৪জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থক বলে জানা গেছে।
এছাড়া পাঠাননগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের সংঘর্ষের ঘটনায় মেম্বার প্রার্থীসহ ২ জনকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস