বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় পাউবো’র কাজে দূর্নীতি: ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অবস্থা আশঙ্কাজনক টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মৌলভীবাজারে দুজনের মৃত্যুদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা গাড়েন আরসা সদস্যরা দুরারোগ্য রোগে আক্রান্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে কাড়লো ৩ প্রাণ খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট দেশের ১৩ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার খুলনা বিভাগে বিদ্যুতের ২৫টি উপকেন্দ্র, ব্যয় হবে ৬০৮ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: ধর্মমন্ত্রী

বঙ্গবন্ধু ও ধর্ম অবমাননার প্রতিবাদে লন্ডনে বিশ্ববাংলার প্রতিবাদ সমাবেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ১১১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: প্রধানমন্ত্রীর বৃটেন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি, ধর্মের অবমাননা ও সাম্প্রদায়িক স্লোগানের প্রতিবাদে লন্ডনে বিশ্ববাংলা ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ করেছে বৃটেনের কয়েকটি প্রগতিশীল সংগঠন।

প্রধানমন্ত্রীর বৃটেন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি, ধর্মের অবমাননা ও সাম্প্রদায়িক স্লোগানের প্রতিবাদে লন্ডনে বিশ্ববাংলা ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ করেছে বৃটেনের কয়েকটি প্রগতিশীল সংগঠন।গতকাল ৩০ এপ্রিল বিকেলে ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্থরের প্রবাসী বাঙালিরা।

সমাবেশে বক্তারা বলেন, হাজার হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্পৃতির মাঝে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের নেতৃত্বে স্বাধীনতার বিরোধী শক্তিকে সাথে নিয়ে জাতির জনককে কটাক্ষ এবং সনাতন ধর্মের দেবতাদের নামে ব্যাঙ্গাত্মক স্লোগান দিয়ে হিন্দু ধর্মের অবমাননা সেই সাথে পবিত্র ধর্ম ইসলামের প্রতিও তারা কটাক্ষ করেছে।

বক্তারা এম এ মালেককে অবাঞ্চিত ঘোষণা সেই সাথে প্রেজেন্টার আতাউল্লা ফারুককেও হুসিয়ার করে দেয়া হয়। বক্তারা বলেন, এই আতাউল্লা ফারুক একটি টিভি চ্যানেলে টক শো‘র অজুহাতে মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন আঘাত করছে অন্যেদিকে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন ও ভয়েস ফর বাংলাদেশ নামক সংগঠনের ব্যানারে সেমিনার করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্ভে এদের বিচারের আওতায় আনতে ব্রিটিশ এবং বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানান।

বিশ্ববাংলা ফাউন্ডেশনের সেক্রেটারি শাহ মোস্তাফিজুর রহমানের বেলালের সঞ্চালনায় ও সেভেন মার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাবেক কাউন্সিলর নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি হরমুজ আলী, মানবাধিকার কর্মী সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সহসম্পাদক জামাল খান, সেকুল্যার বাংলাদেশ মুভমেন্টের সভাপতি পুষ্পিতা গুপ্তা, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি আলিমুজ্জামান, ন্যপ যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ আজিজ, জাসদ যুক্তরাজ্য শাখার সহসভাপতি এডভোকেট মুজিবুল হক মনি, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের লন্ডন সভাপতি বাতিরুল হক সরদার, যুক্তরাজ্য স্বেচ্ছাসেব লীগের সভাপতি সাদ আহমদ সাদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য মহিলা শাখার প্রেসিডেন্ট রুবী হক, সাবেক ছাত্র নেতা সায়েক আহমদ, লন্ডন মহানগর আওয়ামীলীগেরে সেক্রেটারি আলতাফুর রহমান মোজাহিদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সৈয়দ গোলাব আলী, নজরুল ইসলাম প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com