রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একদল কুকুরের আক্রমণে প্রাণ গেলো যুবকের উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা বৃষ্টি হতে পারে সারাদেশে সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস গবেষকদের দাবি: ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া কোভ্যাক্সিনের টিকায় কানে নজর কাড়লেন কিয়ারা ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লোন নিয়ে রিকশা কিনছি, এখন কিস্তি দেবো কি করে ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির ১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয় সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, চুক্তি চলতি বছরই

ক্ষমতায় থাকা নিয়ে হানিফের বক্তব্য দাম্ভিকতার প্রকাশ: গয়েশ্বর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন সুস্থ আছেন, ততদিন ক্ষমতায় থাকবেন’ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এমন বক্তব্য ‘দাম্ভিকতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকা-না থাকা জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। সেখানে এ ধরনের দাম্ভিকতা, অহংবোধ থাকাটা ভালো না।

আজ (শুক্রবার) দুপুরে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার ও সমন্বয়ের জন্য সেখানে অবস্থান করছেন তিনি। এ সময়, সিটি নির্বাচনে বিএনপি শেষপর্যন্ত মাঠে থাকার চেষ্টা করবে বলেও জানান দলটির অন্যতম এ শীর্ষ নেতা।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, “দেশের মালিক যদি জনগণ হয়, তাহলে ক্ষমতায় থাকা না থাকা তাদের ইচ্ছের ওপর নির্ভরশীল। কারো ক্ষমতায় থাকার ইচ্ছেটা যদি জনগণের ইচ্ছের বাইরে হয়; তাহলে তারা সুস্থ না। তারা রাজনৈতিকভাবে অসুস্থ। অসুস্থ ভাবনাকে সম্বল করে এবং অসুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী করার চেষ্টা করতে পারে।”

‘আওয়ামী লীগ তার আইডেন্টিটি হারিয়েছে’

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “দল হিসেবে আওয়ামী লীগ তার আইডেন্টিটি হারিয়েছে। কেননা, স্থানীয় নির্বাচনে জয় পেতে তারা এখন মন্ত্রী-এমপিদের ব্যবহারের সুযোগ চাচ্ছে। দেশের আর কোন দল এমনটি চায় বলে মনে হয় না।”

আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, “তারেক রহমানের নাগরিকত্ব জন্মগত অধিকার। রাজনৈতিক আশ্রয় নিলেই নাগরিকত্ব হারায় না। রাজনৈতিক আশ্রয়ের সংজ্ঞা, নিয়ম-কানুন পড়ে দেখুন অথবা মন্ত্রণালয়কে বিষয়টি জানতে বলুন।”

‘কারো ক্ষমতা নেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার’

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দিন অবস্থানও করেন, তবু তারেক রহমানকে দেশে ফেরত আনতে পারবেন না। কারো ক্ষমতা নেই তাকে দেশে ফিরিয়ে আনার।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, আমাদের দাবি, তার সুচিকিৎসার জন্য মুক্তি দেয়া হোক। যেন তিনি মুক্ত হয়ে পছন্দমতো চিকিৎসা করাতে পারেন। এ সময়, খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোন নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com