বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে সমঝতায় সকল উত্তেজনা, জলপনা কল্পনার আবশান শেষে আগামীকাল মঙ্গলবার বগুড়ার সান্তাহারে অনুষ্ঠিত হবে বিশাল ওয়াজ মাহ্ফিল। আহ্লে সুন্নাহ ওয়াল জামায়াত ও ইমাম ওলামা কমিটি আদমদীঘি উপজেলা শাখার উদ্দ্যেগে শহরের স্থানীয় ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে, পীর সান্দিড়া খানকা শরীফ ও আহ্লে সুন্নাহ ওয়াল জামায়াত ও ইমাম ওলামা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আশফাকুল ইসলামের সভাপতিত্বে ওয়াজ মাহ্ফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ কছিম উদ্দীন আহম্মেদ, বিশেষ আতিথি আদমদীঘি উপজেলার সাবেক চেয়ারম্যান সিরাজুর ইসলাম খাঁন রাজু।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য পেশ করার কথাছিল আলহাজ্ব হযরত মাওঃ মুফ্তি ড.মোঃ আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকির। কিন্ত দেশের বিভিন্ন স্থানে এই বক্তার বক্তব্যের ইসলাম বিরোধী ও বিতরকিত বলে দাবি করে স্থনীয় দারুল উলুম ক্বওমী মাদরাসার মাহতামিম মাওঃ মাহবুবুল ইসলামের নেতৃত্বে উক্ত ওয়াজ মাহফিল বন্ধ করার দাবি তুলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার্স বরাবরে স্বারকলিপী প্রদান করা হয়।
এতে এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে শহরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে সোমবার বেলা ১১টায় থানা প্রশাসনের হস্তক্ষেপে বৈঠকের মাধ্যেমে ইসলাম বিরোধী বা কোন উস্কানীমুলক বক্তব্য না দেওয়ার সর্ত্তে উভয় পক্ষের সমঝতায় সকল জল্পনার অবশান শেষে এই ওয়াজ মাহফিল অনুতিষ্ট হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস